পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HIVH বঙ্গ-সাহিত্য-পরিচয় । সকলেরে হিত-বাক্য বলে যেই নর। পরগুণে প্রীতি যার সেই মহত্তর ॥ নিজ ধৰ্ম্মে থাকিয়া অতিথি-সেবা করে বেদের করয়ে অর্থ রাম-নাম স্মরে ॥ মহাত্মা শিবের নাম লয় নিরন্তর। রুদ্রাক্ষে ভূষিত অঙ্গ বৈষ্ণবের বর ॥ বিবিধ দক্ষিণ দিয়া শিব-যজ্ঞ করে । হরিরে তোষয়ে যজ্ঞে রামকৃষ্ণ স্মরে ॥ শিবেরে বিষ্ণুরে যেবা একভাব করে। উত্তম বৈষ্ণব সে যে জানিয় সংসারে ॥ দেবতা-অগ্নির কার্য্য করে নিরস্তরে। ধ্যান করে সদাশিব মন্ত্র-পঞ্চাক্ষরে ॥ জানিয়া শাস্ত্রের অর্থ কহে যেই নর। নানাগুণে যুক্ত সে যে ভাগবত-বর ॥ অন্নজল দান যেবা করে নিরন্তর। একাদশী-ব্রত করে বৈষ্ণবের বর ॥ গোদান কস্তাদান করে যেই জন । অামা লাগি করে সেহ আমা-পরায়ণ ॥ আমাতে অপিয়া মন যেবা পূজা করে। উত্তম বৈষ্ণব সে যে জানিয় সংসারে ॥ আপনার প্রাণ যেন সৰ্ব্বভূতে জানে। শত্রু মিত্র ভাব যেই নাহি রাখে মনে ॥ সৰ্ব্বশাস্ত্র বোলে যেই সত্যবাক্য-তর। সাধু-সেবা করে যেই সেই শ্রেষ্ঠ নর। পুরাণের কথা যেই নরে কহে শুনে। আমাকে পাওয়ে সে যে বৈষ্ণব-লক্ষণে ॥ গো-ব্রাহ্মণ-সেবা যেই করে নিরন্তর। তীর্থ-সেবা করে সে যে ভাগবত-বর ॥ পর-সুখ দেখি যেবা হরষিত মন । হরি-সম হয় সদা হরি-পরায়ণ ॥ জলাশয় রক্ষা করে বৃক্ষারোপ করে। নানাবিধ কূপ খনে হরিগৃহ করে।