পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—দামোদরের বন্যা—১৬৭৩ খৃঃ । లb') ভল্লুক ভাসিল জলে বিধির বিপাকে। পড়িঞা বানর সব পরিত্রাহি ডাকে। নিশি-যোগে ভাস্তা গেল কত শত বালা । এখন শুনহ সভে মনুষ্যের খেলা ৷ কেহ মুখে নিদ্রা যায় খট্টার উপরে। দেয়াল ভাঙ্গিল জল প্রবেশিল ঘরে। বাহির হইয়া দেখে উঠানে সাতার। চালে উঠা বলে দেবি রাখ এইবার। নারীকে কহিল কেহ ন ছাড়িহ মোরে। সাহস করিয় ভাসে চালের উপরে ॥ দৈব-নিৰ্ব্বন্ধ যার পুত্ৰ নাই কোলে। সভে যায়ে মরি চল জাহ্নবীর জলে ৷ ডুবিয়া মরিল দেখ কত শত ছেলা । বুড়া বুড়ি মরিল কত রাম রাম বলা ৷ চালের উপরে যত কুলের কামিনী । তাহা সভা পতি-শোকে তেজিল পরাণী ॥ তবেত প্রলয়-জল করিল পয়ান । দেখিতে দেখিতে পাল্য শ্ৰীবৰ্দ্ধমান ॥ সে জলের তেজ যেন তরওয়ালের চোট । দেখিতে দেখিতে পাল্য নবাবের কোট (১) ॥ মোগল পাঠান ভাসে কত শত কাজি । জলেতে ভাসিল তারা আছবছ গাজি ৷ লেপ বিছানা ভাসে কত শত ঘড়া । মাহুত সহিত কত ভাস্তা গেল ঘোড়া ৷ প্রাণে কাতর হয়্যা কেহ নহে স্থির। ফকীর ভাসিল জলে সোঙরিয়া সত্যপীর ॥ ব্রাহ্মণ বলেন বাম হৈলে ভগবান। খুঙ্গী পুথি ভাস্তা গেল ভারত পুরাণ ॥ আছিল বিড়াল সব আন্ধারিঞা কোণে । উবু ডুবু করি সব মরিল পরাণে ॥ (১) কোট = দুর্গ।