পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○b-br দেবীর ক্রোধ ও কুমারের বিনয় । পঞ্চ কুমারীর আশ্রয়ে । বঙ্গ-সাহিত্য-পরিচয় । জননী যাহারে মারে যম তারে কিবা করে জানে এই জগৎ-সংসার ॥ পড়িতে গেলাম পাঠ পীঠে দেখ চিহ্ন ছাট তভূ বিদ্যা না হৈল কপালে। কোতোয়াল কাটিতে মাথা কহিলেন মোর পিতা কত দুঃখ কব পদ-তলে ৷ কি কব দৈবের কথা কোতোয়াল পুণ্যের পিত প্রাণ-দান সেই দিল মোরে। পাজি খড়ি খুঙ্গ পুথি পাপিষ্ঠ বেতের বাড়ি (১) পাইলে ফেলাই সরোবরে ॥ বন-বাসে দুঃখ বিদ্যা মোর বৈমুখ বন বাস বিদ্যার কারণ। তুমি মোর ধৰ্ম্ম-মাতা মরিলে পাইবে ব্যথা বিনা দোষে করহ তাড়ন ॥ শুনিঞা শিশুর কথা সদয় সারদা মাতা সকলি দিলেন পরিচয় | পূৰ্ব্বে পাঠ পড়াছিলে গুরুরে না দক্ষিণ দিলে অতএব এই দশা হয় ৷ বৈদেব দেশের রাজা মুখে করে কৃষ্ণ-পূজা তাহার কুঙরী পঞ্চ জন। কালিন্দী কিশোরী উম পাঠ পড়ে পঞ্চ জন বিদ্যা-দান করে জনাৰ্দ্দন ॥ হয়্যা তার আজ্ঞাকারী থাকিবে বৎসর চারি কহিলেন কোকিল-বাহিনী। সৰ্ব্ব পাপ বিনাশিবে সৰ্ব্ব শাস্ত্রে বিদ্যা পাবে সেব গিয়া পঞ্চ সীমন্তিনী ॥ শুনিয়ে মায়ের কথা কুঙর বিদায় তথা বৈদেব-মলুকে আগমন। দয়ারাম দাস গান সারদা মাতার নাম বিরচিল প্রসাদ-নন্দন ॥ (s) सृष्टि ।