পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ–সারদা-মঙ্গল-১ ৭শ শতাব্দী | `ව්ෆෙක সারদা মায়ের কথা শুনিয়া কুঙর। বৈদেব দেশেরে শিশু চলে অতঃপর ॥ কথোক্ষণে গেলা তথা রাজার কুমারী। কুঙরে জিজ্ঞাসে কিছু ভুবন-মুন্দরী ॥ কি নাম তোমার কহ কোন দেশে ঘর । কহিতে লাগিল কিছু বৈদেশের (১) কুঙর ॥ এমন ভাগ্যবান কেহ ভুবনেতে থাকে। উদরের অন্ন জল দিয়া মোরে রাখে ॥ যে কৰ্ম্ম করিতে বলে এই কৰ্ম্ম করি । ত্রিসন্ধ্যা থাকিব আন্ধি তার আজ্ঞাকারী ॥ i. শুনিঞা কৌতুক বড় কন্যা পঞ্চ জন । কুমারে কহেন তারা করিয়া যতন ॥ বড়ই কাঙ্গাল তুমি কথায় দুৰ্ব্বল। উদর পূরিয়া মোরা দিব অন্ন জল । মাস মাহিনী পঞ্চ সিক পরিয় অম্বর। আমাদের তিন কৰ্ম্ম করিবে কুঙর । ছড়া ঝাটি সন্ধ্যা দিবে এই ছত্ৰ-শাল । ধূলা কুট্যা (২) দিবে পাঠ পড়িবার বেলা ॥ যে আজ্ঞা বলিয়া শিশু যুড়ি দুই পাণি। সেই হৈতে চাকর রাখিল সীমন্তিনী । ছড়া ঝাটি সন্ধ্যা দেই ধুলা কুট্যা রাখে। “ধূল কুট্য।“ । ধূলাকুট্যা বল্য তারে সর্ব লোকে ডাকে ॥ এই মতে কথোদিন আছয়ে কুঙর। দেবী-পূজা । সারদার পূজা হৈল কথো দিনান্তর ॥ শুভ তিথি শ্রীপঞ্চমী সম্বৎসরের পরে। সাধু লোক পূজে মাকে ষোড়শোপচারে । পূজিল রাজার কন্যা পরম সুন্দরী। শঙ্খ ঘণ্টা বাজে কত মৃদঙ্গ মুহুরি । আতপ তণ্ডুল চিনি বিশাশয় ভার। আতপ রসাল কন্দ যত উপহার ॥ (>) বিদেশীয়। (২) ধূলা বিছাইয়া তার উপর “কুট্যা” অর্থাৎ খড়ি বা খাগ দ্বারা লেখা হইত। -