পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—কাশী-বর্ণনা—১৮০০ খৃষ্টাব্দ। >Q>Q কাহার ঠাকুর মঠে কার ঠাকুরাণী । বাট পরিপাটী হেরি যেন রাজধানী ॥ শরীর তৈজসোপম (১) দিব্য কলেবর । শ্ৰীবিগ্রহ-মূৰ্ত্তি যেন রাজরাজেশ্বর ॥ অবধূত বিভূতি-ভূষিত সৰ্ব্ব অঙ্গ। দিগম্বর জটাজুট শিরে কত রঙ্গ। কেহ বা কেীপীন পরে কেহ বাঘ-ছাল। শৃঙ্গ-সহ কৃষ্ণাজিন কাহার বিশাল ॥ কেহ উৰ্দ্ধ-এক-বাহু কেহ দুই-বাহু । নিস্পৃহ পরমহংস দিগম্বর কেহু ॥ এই মত কত শত অবধূতগণ। মণিকর্ণিকার তীরে করিলা আসন ॥ অনেকে সুখাদ্য-দ্রব্য আনিয়া যোগায়। আবাহন করিয়া কাহুকে লইয়া যায় ॥ কেহ মধুকুরী (২) করি উদর ভরেন। এই মতে সভে কাল যাপন করেন ॥ ইহা অতিরিক্ত কেহ অন্ত অন্ত স্থানে । আপন-সাধন-হেতু আছেন গোপনে ॥ ইতঃপর লিখিব কিঞ্চিৎ দেব-সেবা । বিস্তারিয়া কহিতে পারিবে কোথা কেবা ॥ তথাপি মনের আকিঞ্চনে কিছু লিখি। অপূৰ্ব্ব সেবার পরিপাট যথা দেখি। পাষাণে নিৰ্ম্মিত চারি বাট দেবালয়। দেব-বিগ্রহ । তাহে চিত্র বিচিত্ৰ সৰ্ব্বত্র রঙ্গময় ॥ - জয়দুর্গ উত্তর বাটতে প্রকাশিত। দক্ষিণ বাটতে শুাম-মুৰ্ত্তি বিরাজিত ॥ মধ্যবাটী গত পূৰ্ব্বে বিশালাক্ষ্মী দেখি। দক্ষে (৩) রাধাকৃষ্ণ-মুৰ্ত্তি-সহ এক সখী ॥ উদগিকে রাজে বাল-দশমাল-গোপাল। গুহ স্থানে তারামূৰ্ত্তি দেখিতে বিশাল ॥ (১) তৈজসোপম=স্বৰ্য্য-তুল্য। (২) মাধুকুরী=কথা না বলিয়৷ পাচ যায়গা হইতে ভিক্ষা আহরণ । (৩) দক্ষে = দক্ষিণে ।