পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(R8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । প্রসাদ বলে ভাল বটে এ বুদ্ধি ঘটেছে ঘটে এ সঙ্কটে প্রাণে বাচা দায় । মরণে কি আছে ভয় জন্মের দক্ষিণা হয় দক্ষিণাতে মন লয় কর দৈত্যরায় ॥ (১) ওহে দৈত্যরায় ভজ এই দক্ষিণায় আর কি কায আশায় ॥ মোহিনী আশী বাসা ঘোর তমোনাশা বাম কে । ঘোর ঘটা কান্তি-ছটা ব্ৰহ্মকটা ঠেকেছে । রূপসী শিরসি শশী হরোরসি এলোকেশী মুখঝালা সুধাঢ়াল কুলবালা নাচিছে। দ্রুত চলে আস্ত টলে বাহুবলে দৈত্য দলে। ডাকে শিবা কব কিবা দিবা নিশি করেছে। ক্ষীণ দীন ভাগ্য-হীন দুষ্ট চিত্ত সুকঠিন রামপ্রসাদে কালীর বাদে কি প্রমাদে ঠেকেছে ৷ ( হের ) কণর রমণী নাচে রে ভয়ঙ্করা বেশে । কেরে নবনীল জলধর-কায় হায় হায় কেরে হরহৃদি পদ-কোকনদ দিগবাসে ॥ কেরে নির্জনে বসিয়া নিৰ্ম্মাণ করিল পদ রক্তোৎপল জিনি, তবে কেন রসাতলে যায় ধরণী (২), হেন ইচ্ছা করে, অতি গাঢ় করে, বাধি প্রেম ডোরে, রাখি হৃদি-সরোবরে হিল্লোলে ভাসে ॥ (১) হে দৈত্যরাজ, দক্ষিণা কালীতে মন লীন কর। (২) রক্তোৎপল হইতেও সুকোমল পদ, তাহার ভরে কেন পৃথিবী রসাতলে যাইতেছে ? মহাদেবীর নৃত্য ধরিত্রী সহ করিতে পারিতেছেন না। অপর অর্থ, এরূপ রক্তোৎপল-বিজয়ী সুনার পদযুগল থাকা সত্বেও কেন পৃথিবী পাপ-তাপে ডুবিয়া যাইতেছে ?