পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(a& (১) ফতুরো=রিক্ত-হস্ত। (২) কাজিয়ে = কলহ। বঙ্গ-সাহিত্য-পরিচয় । কুবেরের করে ধন, সব করেছ সমর্পণ, থাকৃতে বিষয় বিড়ম্বন, হয়ে বসেছ ফতুরো (১)। যা ইচ্ছা হয় যখন, খেতে পারো ছানা মাখন, কি কপালের লিখন, সার করেছ ধুতুরো ॥ সম্প্রতি এ বিবাহ, তোমার বিনে খরচ নিৰ্ব্বাহ, হবে না তার কি কহ, করতে হবে কিছু জাক। অনেক তোমার প্রতিবাদী, পাঠাও কস্তা-আশীৰ্ব্বাদী, তবে আমি কোমর বাধি, নইলে গুমর হবে ফাঁক ৷ সইতে হবে নানা গোল, চাও যদি সুমঙ্গল, খাওয়াতে হবে দধি-মঙ্গল, মাগীদিগে নিশিতে। বাহন কৈ হে মহাশয়, হয় বিয়ে যদি হয় হয়, বলদের কৰ্ম্ম নয়, তাতে পাবে না বসিতে ॥ সঙ্গে যাবে হস্তী বাজী, আর যাবে হে বাদ্য বাজী, হবে তায় বারুদের বাজী, নইলে কথা কবে না। বাড়ী গিয়ে সেই গিরি-ব্যোম, পোড়াইতে হবে বোম, সুধু করে ব্যোম বোম, গেলে বিয়ে হবে না । ভস্মে অঙ্গ সাজিয়ে, যাবে গাল বাজিয়ে, তাতে বাধিবে কাজিয়ে, (২) তুমি তখন সরবে। আমাকে নিয়ে ধরাধর, করবে বেট ধরাধর, কি জানি ক্রোধে করি ভর, করে বন্ধন করবে। শিব কন শুন নারদ, অন্তায় সব অনুরোধ—, কর—তোমার নাই কি বোধ, যার যেমন সাধ্য। আমি কি এখন হাসাব ধরা, বৃদ্ধ বয়সে অতি জরা, লজ্জার কথা বিয়ে করা, তাতে আবার বাদ্য ॥ তারা যদি বলে হয় নাই, তুমি বলবে হয় নাই, তাহে কোন দোষ নাই, রোষ নাই ঘোষ নাই রোশনাই, দ্বিতীয় পক্ষে, ও সব নাই তাহেই সৌষ্ঠব। তবে মঙ্গল-আচরণ, করতে হয় আয়োজন, খায় যদি দু পাঁচ জন, ব্রাহ্মণ কি বৈষ্ণব ।