পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৬৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় । সিদ্ধের দেশ হয় শ্রীবৃন্দাবন। কলির দ্বাপর পাত্র নন্দের নন্দন ॥ ব্রজে নিত্য লীলা করে বিদগধরাজ । স্বয়ং মুৰ্ত্তি গোপৰূপে রসের সমাজ ॥ প্রথম দশায় ধনীর বাঢ়য়ে লালসা। দ্বিতীয় দশায় ধনীর যে দুঃখ-মানস ॥ তৃতীয় দশায় ধনী করে জাগরণ। চতুর্থে সম্ভব নানা না সরে বচন ॥ পঞ্চমে জড়িমা দশা উগ্রভাব হয়। ষষ্ঠম দশায় ধনীর ব্যগ্রত যে হয় ॥ সপ্তম দশায় ব্যাধি অশেষ প্রকার। অষ্টমে উন্মাদ চেষ্টা কি কহিব আর ॥ নবম দশায় মোহ বড়ই বিষম। অন্তরে বাধিয়া কৃষ্ণ বাহিরে অচেতন ॥ অতএব দশ দশ সহিতে না পারে। তেঞি সে মরিতে চাহে তমালের তলে ॥ এই দশ দশ শ্রীমতীর কি করে হয়। পূৰ্ব্বরাগ হৈতে এই দশ দশা। মাথুরের দশ দশা। পূৰ্ব্বরাগ লালসা হইতে দশ দশা। সাধকের তিন দশা । অন্তর্দশা । অৰ্দ্ধব্যগ্ৰদশা । কেবল ব্যগ্র দশা। ক্রিয়া কি ৷ অন্তৰ্দ্দশায় করে রাধাকৃষ্ণ দরশন। অৰ্দ্ধব্যগ্ৰদশায় করে প্রলাপ বর্ণন ॥ অন্তৰ্দ্দশায় কিছু ঘোর ব্যগ্রজ্ঞান। সেই দশা হৈতে উক্ত অৰ্দ্ধব্যগ্র নাম ॥ ব্যগ্ৰদশায় করে হরি সঙ্কীৰ্ত্তন। এই তিন দশ কৃষ্ণের পঞ্চ গুণ ॥ শব্দগুণ ১ । গন্ধগুণ ২ । রসগুণ ৩। রূপগুণ ৪ : স্পর্শগুণ ৫ । বৰ্ত্তে কোথা । শব্দগুণ কর্ণে। গন্ধগুণ নাসিকাতে। রূপগুণ নেত্রে। রসগুণ অধরে। স্পর্শগুণ অঙ্গে । বাণ পঞ্চ প্রকার। মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। বর্তে কোথা। মদন বৰ্ত্তে দক্ষিণ চক্ষুর দক্ষিণ কোণে। মাদন বৰ্ত্তে বাম চক্ষুর বাম কোণে । শোষণ কটাক্ষে। পঞ্চ গুণে মধুর। কি কি পঞ্চ গুণ। সম্ভব নিষ্ঠ। দাস্তের সেবা-গুণ।