পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয় । ছিলেন। একালে রাজকুমার ভূমিষ্ঠ হইলেন । অতি সুন্দর বালক ইহাতেই সকলেই আনন্দ ও উল্লাস বান্ত নৌবাৎখানায় ঘণ্ট ঘরে ঘণ্টা আর ২ জঞ্জীরা আপনারদের জন্ত্রেতে দিবারাত্র বাদ্যোদম করিতেছে এবং কাঙ্গাল দুঃখি লোকেরদিগকে পরিতোষক্ৰমে খাদ্য সামিগ্রি তৈল তাম্বুল বস্ত্র পরিচ্ছদ দিতেছেন এবং পরগণা পরগণায়ও এই মত খয়রাত একমাস পৰ্য্যন্ত । রাজপুরে ও পরগণা পরগণায় এই মত ২ উল্লাস আর ২ রাজকাৰ্য্য পৃভূতি সমস্ত বন্ধ কেবল খাও লও দেও এই মাত্র শব্দ চতুর্দিগে মহারাজার কুমার হইল। ইহাতে অপারণ সাধারণ দরোবস্ত লোকেরি আনন্দ । পরে জ্যৌতিষিক জ্যোতিষের বহুবিধ গ্রন্থ লইয়া সভাস্থ হইলে লগ্ন নিরূপন করিয়া কুমার বাহাদুরের কোষ্ঠী স্থির করিলেন। তাহার ফলশ্রুতি এই হইল। সৰ্ব্ব বিষয়েতেই উত্তম কিন্তু পিতৃদ্রোহী। মহারাজ ইহাতে হরিষ বিষাদ হইলেন কুমারের প্রতিপালন যথেষ্ট মতেতে করিলেন সময়ক্রমে মহা ঘটা করিয়া অন্নপ্রাশন করিলেন নাম রাখিলেন রাজ প্রতাপাদিত্য। পর ২ কুমারের বৃদ্ধি হইতে লাগিল চন্দ্রকলার দ্যায় অতিশয় রূপবান কুমার রাজা বসন্তরায়ের অতি প্রত কুমারের প্রতি । কতক কাল পরে কুমারের পঞ্চম বর্ষ বয়ক্রমে বিদ্যা অভ্যাস করণের আরম্ভ হইল দশ বারো বৎসরের সময় সৰ্ব্ব বিদ্যাতেই বিশারদ লেখা পড়া বিদ্যাতে প্রকৃত পণ্ডিত আরবি পারসি নাগরি বাঙ্গলা সংস্কৃত ইত্যাদি যাবৎ বিদ্যাতেই তৎপর। মহারূপবান সৰ্ব্বগুণেতেই তৎপর বলবান সদানন্দ সচ্চরিত্র সদাচারি পণ্ডিত সংকবি তুম্বুরগায়ক বাছক্রিয়াতে তালজ্ঞ সুভাসী সত্যবাদী জিতেন্দ্রিয় অস্ত্রবিদ্যাতেও তৎপর বাহুযুদ্ধে মহামল্ল তিরান্দাজী ও বরকন্দাজী ও তলোয়ারবাজী শুলপি ও নেজ ও বর্শি এ সৰ্ব্বতেই অতি পাবক যোগক্রিয়াতে মহাযোগী মহাতপী মহাযপী একাসনে নবরাত্রি আসন করিত বহু প্রকারে সাধন ভজন করিত। পূর্ণ তপস্বী। ইষ্টদেবতা সদয় ও সুপ্রসন্ন। কালী কন্যাভাবে তাহার গৃহে অবস্থিতি করিলেন পুনৰ্ব্বার বিদসার সময় তাহারি বৈলক্ষণ হইল দক্ষিণবাহিণী পশ্চিমবাহিণী হইলেন এই মত প্রকাশমান গপ তাহার ঠেকানা অদ্যাপিও আছে দক্ষিণদিগে উঠানের বেদী প্রস্তুত আছে। রাজার সময়েতে রাজা সৰ্ব্বমত প্রকারেই ৷ এ প্রদেশের শ্রেষ্ঠ ছিল। পরে তাহার বিবাহ দিলেন । যখন বারে তের বৎসর বয়ক্রম তখন প্রতাপাদিত্য সমুহ প্রতাপান্বিত ইহার বল পরাক্রম দেখিয়া মহারাজার শঙ্কা হইল মনে বিচার করিলেন আমার ঘরে এ মহা অমুর জন্মিল