পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»ፃge বঙ্গ-সাহিত্য-পরিচয় । আপনারা সকলে ভোজন করিয়া প্রস্থান করুন। ফকীরের প্রিয়বাক্যে নবাব অত্যন্ত তুষ্ট হইয় ফকীরের বাটীতে গমন করিলেন। ফকীর খাদ্যসামগ্রীর আয়োজন করিতে লাগিল এবং নিকটে নবাব মীরজাফরালি খানের চাকর ছিল তাহাকে সম্বাদ দিল যে নবাব স্রাজেরদৌল পলায়ন করিয়া যায় তোমরা নবাবকে ধর । নবাব মীরজাফরালি খানের লোক এ সম্বাদ পাবামাত্র অনেক মনুষ্য একত্র হইয়া নবাব স্রাজেরদৌলাকে ধরিয়া মুরসিদাবাদে আনিলেক । মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রবোধ-চন্দ্রিক। এই গ্রন্থকার ১৭৬২ খৃষ্টাব্দে মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। ইহার food History of Bengali Language and Literature ogo ৮৮৬-৮৮৮ পৃষ্ঠায় দ্রষ্টব্য। অকারাদি ক্ষকারাস্তাক্ষরমালা যদ্যপি পঞ্চাশৎ সংখ্যক কিম্বা একপঞ্চাশত কিম্বা সপ্তপঞ্চাশৎ সংখ্যা পরিমিত হউক তথাপি এতাবন্মাত্র কতিপয় বর্ণাবলীবিদ্যাস বিশেষ বশতঃ বৈদিক লৌকিক সংস্কৃত প্রাকৃত পৈশাচাদি অষ্টাদশ ভাষা ও নানা দেশীয় মনুষ্য জাতীয় ভাষাবিশেষ বশতঃ অনেক প্রকার ভাষা বৈচিত্র্য শাস্ত্রতো লোকতঃ প্রসিদ্ধ আছে। যেমন কুঞ্জর ধ্বনি তুল্য ধ্বনি নিষাদ স্বর গো-রবাল্পকারী ঋষভ স্বর অজা শব্দ সদৃশ গান্ধার স্বর ময়ুর রবাকার ষড়জ স্বর ক্ৰৌঞ্চ স্বনোপম মধ্যম স্বর অশ্ব স্বন সঙ্কাশ ধৈবত স্বর কুসুম সময় কালীন কোকিল কাকলি তুলিত পঞ্চম স্বর রূপ সপ্তমাত্র সংখ্যক স্বর সংস্থান বিশেষ বশতঃ অসংখ্যাত গান বৈচিত্র্য শাস্ত্রতো লোকতঃ প্রসিদ্ধ আছে এতদ্রুপ প্রসিদ্ধ সৰ্ব্বভাষা চতুৰ্ব্বহ রূপা হন। অনভিব্যক্ত বর্ণ ধ্বনিমাত্র রূপা পরানামী ভাষা প্রথম যেমন অভিনব কুমারদের ভাষা । তদনন্তর অভিব্যক্ত বর্ণমাত্রা পশুন্তী নামক ভাষা দ্বিতীয়া যেমন প্রাপ্তযৎকিঞ্চিদ্বয়স্ক বালকবাণী । তৎপর পদমাত্রাত্মক মধ্যমাভিধা তৃতীয় ভাষা যেমন পূৰ্ব্বোক্ত বালকাধিক কিঞ্চিদ্বয়স্ক শিশুভাষা । তারপর বাক্যরূপ বৈখরী নামধেয় সকল শাস্ত্রস্বরূপ বিবিধ জ্ঞান-প্রকাশিক সৰ্ব্বব্যবহার-প্রদর্শিক চতুর্থ ভাষা যেমন লৌকিক শাস্ত্রীয় ভাষা। ঈদৃশরূপে জাতমাত্র বালকের উত্তরোত্তর বয়োবৃদ্ধিক্রমে ক্রমশঃ প্রবর্তমান চতুৰ্ব্বহ রূপা ভাষা অন্মদাদিতে যুগপৎ প্রবর্তমানত্ব