পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট –মায়া-তিমির-চন্দ্রিকা—১৮শ শতাব্দী। >bペ。 অতঃপর নিবেদন শুন ক্ষিতিপাল । ধৰ্ম্মের পালন কর ছাড়াও জঞ্জাল ॥ কৰ্ম্মেন্দ্রিয় পাচজন কোন কৰ্ম্ম করে। কেন মন অহঙ্কারে অধৰ্ম্মেতে চরে ॥ জ্ঞানেন্দ্রিয় পঞ্চজন ইন্দ্রিয় প্রধান । কেন বা অবশ হৈয়া কুপথে প্রয়াণ ॥ " অবিদ্যা মহিষী তাকে দেও বনবাস । । পরাভক্তি মহিষীতে করহ বিলাস ॥ শান্তি ধৃতি ক্ষমা নীতি সর্থী চারিজন। সতত নিকটে রাখ করিয়া যতন ॥ বিকারে মলিন মন সতত চঞ্চলে । বন্ধন করিয়া দেও শক্তিরূপ জলে ॥ বিষয়-আত্মিক বুদ্ধি করহ দমন । ক্ষমার স্তম্ভেতে দৃঢ় করহ বন্ধন ৷ কাম আদি ছয় রিপু সহ অহঙ্কার। বিবেক বহ্নিতে ফেলি করহ সংহার ॥ সুবিমল পরাবৃদ্ধি তাকে মন্ত্রী কর । ভক্তিনামা মহিষীকে সদা রতি কর । যশঃকীৰ্ত্তি বৃদ্ধি হবে সকল সংসার। মায়াজাল রূপে সদা হবে অহঙ্কার ॥ ভক্তি সহ রাজ্য ভোগ কর দেহ-ভূমে। কাল কি করিতে পারে কোন ভয় যমে ॥ অকণ্টকে রাজ্য ভোগ কর মহারাজ। শত্রু নাশ করি রাজ্যে করহ বিরাজ ৷ পরী-বুদ্ধি বাক্যামৃত করিয়া ধারণ। যুক্তিমত তেমতি করিল আচরণ ॥ ইতি মায়া-তিমির-চন্দ্রিকায়াং ইন্দ্রিয়-দমন-প্রসঙ্গে তৃতীয় কলা নাম তৃতীয় উল্লাস। চতুর্থ উল্লাস । পরাবৃদ্ধি কহে জীবের তরে। বিনয় বচনে মিনতি করে ॥ পরাবুদ্ধির উপদেশ । কাম আদি রিপু হইল নাশ । অহঙ্কার গেল যমের বাস ॥