পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›boዓ • বঙ্গ-সাহিত্য-পরিচয় । আছে বস্তু-পাশ বিশ্বম্ভর । সংসার মায়ার জাল সুন্দর ৷ অতি খরতর খড়েগতে তারে। কাটিতে না পারে ছিড়িতে নাৱে ॥ দহনে দহে না বিষময় অতি ৷ এখন সহে না বিষম দুৰ্গতি ॥ কহিছে বিমল মন চতুর। হিত পথ বলি অতি মধুর। তুমি পরাবুদ্ধি বিমল মতি। তোমাতে প্রকাশ আকাশ ক্ষিতি ॥ উপায় কি আছে বলহ তুমি। দোষ গুণে সে সব বলিব আমি ॥ কাহার রজ্জ্ব কাহার জাল। কেন বা ফেলিছে অখিল জাল ॥ বসু-পাশ সহ মায়ার জাল । লৌহ রজ্জ্ব নহে গাছের ছাল ॥ বুদ্ধি বলে শুন বিমল মন। পরম নিগুঢ় অতি বচন। অখিল ভুবন জননী কালী। মায়ার পুতুলে খেলিছে ভালী ৷ মায়ার জঞ্জাল আপনি কালী ॥ ফেলিয়া রাখিছে কালের ডালি ৷ বলে রামগতি ভবের ফাসি । কাটিতে কালিকা-কটাক্ষ-আসি ॥ মন বলে গুন ধীর বচন আমার । ভূবন জননী কালী ত্রিলোকের সার। ংসার মায়াতে বদ্ধ তাহার মায়াতে । অষ্ট পাল সব বদ্ধ তাহার ইচ্ছাতে ॥ কি কি অণ্ঠ-পাশে বদ্ধ বলহ আমারে। কোন স্থানে কালীরূপা কিরূপ আকারে । ধীর বলে শুন বলি শাস্ত্রের লিখিত । ব্যবহার এই ত্রিলোকেতে আচরিত।