পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృ శిy তর স্থান । এমন কি উত্তর পশ্চিমাঞ্চলের সকল স্থান না হউক, অনেক স্থান স্বাস্থ্যকারিত সম্বন্ধে বোম্বাই অপেক্ষ নিকৃষ্ট । স্বনিৰ্ম্মল সমুদ্র বায়ু,বোধ হয়, এই স্বাস্থ্যকারিতার প্রধান কারণ । আর একটি বিষয়ে বোম্বাই নগর কলিকাতা অপেক্ষা শ্রেষ্ঠ । মিউনিসিপালিটির অনুগ্রন্থে কলিকাতার পয়ঃপ্রণালী সকলের এমনি ভয়ঙ্কর অবস্থা যে, অনেক স্থানে বিলক্ষণ রূপে নাসায়ন্ধে বস্ত্র প্রবিষ্ট করিয়া মা দিলে, অন্নপ্রাসনের অন্ন পৰ্য্যন্ত উঠিয়া যাইবার সম্ভাবনা ।* সহরের দক্ষিণাংশে যেখানে আমাদের বিজেতামহাপুরুষের বাস করেন, সে স্থান সম্বন্ধে আবশ্য একথা খাটে না। উত্তরাংশের কথা বলা হইতেছে। দক্ষিণ ও উত্তরাংশের তুলনা করিলে “ইহৈব নরকঃ স্বৰ্গঃ” এই প্রাচীন প্রবাদবাক্যের সার্থকতা অনুভব করা যার। বোম্বাই কলিকাতা অপেক্ষা অনেক পরিমাণে পরিষ্কার ও পরিচ্ছন্ন নগর। আর একটি বিষয়ে কলিকাতা অপেক্ষা বোম্বাই নগরের শ্রেষ্ঠতা স্বীকার করিতে হয়; কলিকাতার ন্যায় তথায় সঙ্কীর্ণ গলি নাই । বোম্বাই নগরের অপেক্ষাকৃত পরিষ্কার ও পরিচ্ছন্ন অবস্থার প্রধান কারণ এই যে, সেখানে কলিকাতার চৌরঙ্গির ন্যায় স্বতন্ত্র ইংরেজপল্লী নাই। দেশীয় ও বঙ্গদর্শন। (আষাঢ় । ইউরোপীয় সকল অধিবাসিগণ নগরের সৰ্ব্বত্র একত্রে বাস করিতেছেন। সুতরাং মিউনিসিপালিটি সহরের সকল ভাগেই দৃষ্টি রাখিতে বাধ্য হন। ইংরেজেরা যে কলিকাতাকে “ প্রাসাদময়ী নগরী ** বলেন, সে কথা যথার্থই বটে। বারাণসী বল, দিল্লি বল, আর লাহোর বল, কলিকাতার ন্যায় এমন সুরম্য হৰ্ম্ম্য শ্রেণী আর কোথায় দেখিতে পাইবে না । বোম্বাই নগরে ভাল ভাল বাড়ী আছে বটে, কিন্তু কলিকাতার সঙ্গে তুলনায় বোম্বাইকে নিশ্চয়ই হারি মানিতে হয় । বোম্বাইয়ের অট্টালিকা সকল বড় বড় ; কিন্তু কলিকাতার ন্যায় এত সুন্দর নয়। বোম্বাই নগরে মহারাষ্ট্রীয় গুজরাটী পার্সি প্রভৃতি অনেক জাতি বাস করে । মহারাষ্ট্রীয়ই সৰ্ব্বাপেক্ষা অধিক। বাস্তবিক বোম্বাই মহারাষ্ট্রায়েরই দেশ । বোম্বাই গমন করিলে সৰ্ব্বপ্রথমেই भग्न ५ब्रौ स्रशूलं खांबिब्र खैश्च श्य । মনে হয়, বে শৈশবকালে মাতৃক্রোড়ে নিদ্রা যাইবার পূৰ্ব্বে যে বর্গির কথা শুনিয়া ভীত হইতাম আজ সেই বর্গির দেশে আসিয়াছি। “ বর্গি এল দেশে ”র পরিবৰ্ত্তে, এলাম বর্গির দেশে” যমে হইতে থাকে। কেবল তাঁহাদের দেশে আসিয়াছি এমন নয়, তাহদের বাটীতে নিমস্ত্রণে যাইতেছি, তাহাদের সহিত বন্ধুতা

  • এস্থলে বলা আবশ্যক যে, কলিকাতা এক্ষণে পূৰ্ব্বাপেক্ষা পরিষ্কার ও পরিচ্ছন্ন হইয়াছে। তথাচ এখনও নগরের অনেক স্থানে দুর্গন্ধময় পয়ঃপ্রণালী

সকল বর্তমান ।