পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$२४s ) দিগের যুদ্ধকুশলতা ও সাহসের কথা বংশ পরম্পরায় চিরদিন বিঘোষিত হইবে ; পুরাবৃত্ত চিরদিনের জন্য অবিনশ্বর স্বর্ণক্ষরে তাহ অঙ্কিত করিয়া রাখিবে । পঞধবাসিগণ সাধারণতঃ ও শিখেরা বিশেষতঃ জগতে চিরকাল বীৰ্য্য ও সাহ'সের জন্য খ্যাতিমান । জলন্ধর হইতে আসিতেছি, একজন পঞ্জাবী বাহুক আমার দ্রব্যাদি বহন করিয়া আলিতেছে। বাহক অতিশয় বলৰান্‌ পুরুষ। জিজ্ঞাসা করিয়া জানিলাম যে, সে ব্যক্তির স্ত্রী ও কতকগুলি সন্তা নাদি আছে। পুনৰ্ব্বার জিজ্ঞাসা করাতে সে বলিল যে, প্রতিদিন সে ৮১° পয়সা উপার্জন করে। এরূপ অল্প আয়ে কেমন করিয়া এতগুলি পরিবার প্রতিপালন হয়, জিজ্ঞাসা করাতে বলিল যে, তাহার অতিকষ্টে দিনপাত হইয়া থাকে। আমি তখন বলিলাম যে, তুমি এমন বলবান পুরুষ, তুমি কেন মুটিয়ার কাজ ছাড়িয়া দিয়া গবৰ্ণমেণ্টের সৈন্যশ্রেণীতে প্রবেশ কর না, তাহা হইলে তোমার আয় বৃদ্ধি হইতে পরিবে । সে ব্যক্তি অস্পষ্টরূপে কি বলিল, ভাল বুঝতে না পারিয়া বলিলাম যে, তুমি কি যুদ্ধ করিতে ভয় কর, তাই সিপাহি হইতে ইচ্ছা কর না ? ৰাহক এই কথা শুনিয়া আমার উপর অতিশয় বিরক্ত হইল। বলিল আমি কি ভীরু ? আমি কি মরিতে ভয় করি ? এমন আপনি কখন ভাৱিবেন না। আমি মনে মনে ভাবিতে লাগিলাম এমন দিন পঞ্জাব ও শিখসম্প্রদায় । الم ২৬৭ কি কখন আসিবে যে, বাঙ্গালিকে ভীরু বলিলে বাঙ্গালি বিরক্ত ও অপমানিত মনে করিবে । খ্ৰীষ্টিয়ান পাদ্রি সাহেবদিগের স্বভাব . এই বে, পরের ধৰ্ম্মেয় নিন্দ না করিলে, তাহদের নিজের ধৰ্ম্ম প্রচার করা হয় ন। শ্ৰীকৃষ্ণ লম্পট ছিলেন, মহাদেব গাজাখোর, ইত্যাদি কথা হিন্দুদিগের নিকট না বলিলে তাহাদিগের ধৰ্ম্মশিক্ষা দেওয়া হয় না । সেই প্রকার পঞ্জাবে শিখদিগের নিকট ধৰ্ম্মপ্রচার করিতে হইলে তাহারা শিখ গুরুদিগের নিন্দাবাদ অবশ্যক মনে করেন । কিন্তু বাঙ্গালি প্রভূতি জাতি সকলের নিকট উক্তপ্রকার ধৰ্ম্মনিন্দ করা যেরূপ সহজ, সাহসী ও তেজস্বী শিখদিগের নিকট তত সহজ मरश् ॥ ७कन बटेनक बैटेिब्रान् भाजि অমুতসরের রাজপথে শিখ গুরুদিগের প্রতি গালিবর্ষণ করিয়া ধৰ্ম্মপ্রচার কfরতেছিলেন । একজন শিখের তাহা সহ্য হইল না । সে ব্যক্তি তৎক্ষণাৎ এক প্রকাণ্ড ল গুড় লইর সাহেবের মস্তকে স;জন্মতিক রূপে আঘাত করিল । সাহেব ভগ্নশির স্থইর অবিলম্বে শমনভবনে যাত্রা করিলেন । অবশ্য হস্ত। পুলিস কর্তৃক ধৃত হইয়া মাজিষ্ট্রেট সাহেবের নিকট নীত হইল। মাজিষ্ট্রেট সাহেব তাহাকে জিজ্ঞাসা করতে সে ব্যক্তি স্বীকায় করিল যে, সে পাত্রি সাহেবের মাথা তাঙ্গিয়া দিয়াছে। মজিষ্ট্রেট সাহেব তাহাকে এরূপ ভয়ানক কাৰ্য্য করি: