পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১৯ ক্রমে যখন ততাশন আপনার সহস্রদর্শন বিস্তার করিয়া দংশন করিতে লাগিলেন, তখন আর যন্ত্রণ সহ করিতে না পারিয়া .व्तष्क लिंग्र भंत्राख्न श्रक्लिाङ प्टेझाङ झद्देल । যাহাতে সতীর প্রতি কোন প্রকার বলপ্রয়োগ না হয়, সেই জন্য মাজিষ্ট্রেট সাহেব সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন ; এবং খোলা তলবার হস্তে একজন সিপাহিকে চিতার অতি নিকটে দণ্ডারমান রাখিয়াছিলেন । সতী যখন চিতাহইতে পলাইবার চেষ্টা করিল, নিকটস্থ সিপাহি তখন আপনার প্রভুর আজ্ঞা ভুলিয়। গিয়া, চিরাভ্যস্ত সংস্কারবশতঃ সতীকে তলবার দ্বারা আঘাত করিতে উদ্যত হইল। সতী ভয়ে জড়সড় হইরা পুনৰ্ব্বার চিতার মধ্যে প্রবেশ করিল। মাজিষ্ট্রেট সাহেব সিপী হির প্রতি বিরক্ত হইয় তাহাকে সেস্থান হইতে তফাৎ করিয়া কয়েদ করিয়া রাখিলেন। সতী আবার আল্লক্ষণ পরেই যন্ত্রণা অসহ্য হওরাতে গঙ্গার জলে কম্প দিয়া পড়িল। মৃতব্যক্তির ভ্রাতারা, আত্মীয় স্বজন, ও অপরাপর সকলে এই বলিয়া চীৎকার করিতে লাগিল যে, উহাকে বলপূৰ্ব্বক চিতায় আনিয়া দগ্ধ কয়া হউক । সেইরূপই অবশ্য করা হইত। সতীও তাহাদের কথায় বাধ্য হইয়া পুনৰ্ব্বার চিতায় জাসিতে সম্মত হইয়াছিল । মাদ্বিষ্ট্রেট সাহেবের জন্ত তাহ হইল না। তিনি সতীকে তৎক্ষণাৎ পাস্কি করিয়া হাসপাতালে প্রেরণ করিলেন। ফ্যানি পার্কস কলিকাতার शश्रीं★fन । ( কাৰ্ত্তিক সন্নিহিত স্থান সকলেও এই প্রকার সতী. দাহের বৃত্তাস্ত বর্ণনা করিয়াছেন । আমাদের তৃতীয় সাক্ষীর পরিচয় দিবার আবগুকতা নাই। পৃথিবীর সকল খণ্ডেই ইনি পরিচিত ; এবং যতকাল চন্দ্র স্বৰ্য্য থাকিবে, ততকাল তাহার নাম ংসারে পরিচিত থাকিবে । আমরা রাজা রামমোহন রায়ের কথা বলিতেছি। রাজা রামমোহন রায় সহময়ণ বিষয়ে করেকখানি পুস্তক লিখিরাছিলেন। উহ! নিবৰ্ত্তক ও প্ৰবৰ্ত্তক এই দুই ব্যক্তির মধ্যে কথোপকথনচ্চলে লিখিত। আমরা উক্ত পুস্তক হইতে কয়েক পংক্তি ಕಿಸ್ಥ5 করিলাম ।

  • নিবৰ্ত্তক । তুমি এখন যাহা কহি তেছ সে অতি অন্তায্য। ঐ সকল বাধিত বচনের দ্বারা এরূপ আত্মঘাতে প্ৰবৰ্ত্ত করান, সৰ্ব্বথা অযোগ্য হর । দ্বিতীয়ত: ঐ সকল বচনেতে এবং বচনানুসারে তোমাদেয় রচিত সঙ্কল্প বাক্যেতে স্পষ্ট বুঝাইতেছে যে, পতির জলস্ত চিতাতে স্বেচ্ছাপূৰ্ব্বক আয়োহণ করিয়া প্রাণত্যাগ করিবেক । কিন্তু তাহার বিপরীতমতে তোমরা অগ্রে ঐ বিধবাকে পতিদেহের সহিত দৃঢ়বন্ধন কর, পরে তাহার উপর এত কাষ্ঠ দেও যাহাতে ঐ বিধবা উঠিতে না পারে। তাহার পয় অগ্নি দেওন কালে দুই বৃহৎ বঁাশ দিয়া ছুপিয়া রাখ। এ সকল বন্ধনাদি কৰ্ম্ম কোন হারীতাদি বচনে আছে, তদনুসারে করিয়া থাকফ অতএব কেবল জ্ঞানপূৰ্ব্বক স্ত্রীস্থত্যা হয়"