পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sરાન્ડ ) করিতেছেন, যেন আত্মীয় স্বজন, ভৃত্যশ্রেণী, গ্রামস্থ,দেশস্থ অধীন প্রজাপুঞ্জকে, তাবৎ দেশ তাৰৎ পৃথিবীকেই প্রণয়পাশে পরিবদ্ধ করিতেছেন—সৌহার্দ্যশ্ৰোত চারি দিকে উচ্চাসিত হইয়াছে। শক্তিপূজান্তে এই প্রথাটি কেমন প্রীতিকর ? সভ্যতায় প্রভাবে এটিও কি *ब्रिउTद्ध हईcय ? ७झे @थांब्र श्रां८भांग আছে কিন্তু এই আমোদের বেলা-ভূমে যেন শোক উৰ্ম্মি স্মৃতিবায়ুতে উখিত হইয়া এক একবার প্রতিঘাত হইতেছে— আগু বাৰু এক একবার কহিয়া উঠিতেছেন “আজ ঈশান কৈ ? থাকিলে কত হাসি হাসাইত, গুরুদাস থাকিলে দশ গও মিঠাই উঠাইত, কৈলাসের সঙ্গে সঙ্গেই আমোদ উঠিয়া গিয়াছে।” সিদ্ধাস্ত কহিতেছেন “ তপস্যার ফল—সব অল্প ভোগীরা জন্মগ্রহণ করিয়াছিল ।” আবার কেহ কহিতেছে “ আমাদের এই কোলাকোলিই শেষ—আর বৎসর এ निन cमथ्रङ कि आंब्र भशंभाज्ञ1 ब्राथ বেন!” অমনি সঙ্গে সঙ্গে দীর্ঘনিশ্বাস अप्ख्दिछ बाबाब ७हे जयप्ब डेक्क, প্রাচীর অতিক্রম করিয়া কোন হতভাcभाव्र छननौब्र क्वनानश्वनि छमग्न , दिनौ{ করিতেছে—“সবাই নেচে খেলে বেড়াচ্চে কেৰল আমার সেই নাই—” কেহ অধীয় रुदेब्रा यश्रब्झसनौप्रू बिस्वाशा कब्रि८ङप्छ “তোমাকে কে দয়াময়ী রলে?” এই রূপ चां८मtरम cभां८क शशब्रिटे, इहेब्रt cझाडा|কোলি ব্যাপার প্লায় শের হইল। . আমি জটধারীর রোজনামচা ! گی sఖరి অন্তঃপুরদিকে মহিলাগণের নিকট আসিয়া দেখিলাম গ্রামের ভদ্রবংশের সমস্ত কুলনারীগণ একত্রিত—চাদের আলোকে এ কট প্রাঙ্গণে দাড়াইয়াছেন। সকলের চারু প্রতিমা অলঙ্কার ভূষণ সহ আরও উজ্জল দেখাইতেছে। চাদের হাটের কেন্দ্র স্বরূপ রাঙ্গাঠাকুরুণ বিরাজিত অল্প বয়সে বৈধব্য শোকে তাছার রাঙ্গামুখের রাঙ্গা আভা যেন কিঞ্চিৎ পাতলা হইয়াছে, তবু শ্বেত বস্ত্রাবৃত মুখলাবণ্য চক্সকিরণে যেন শ্বেত গোলাপের ন্যার দেখা যাইতেছে, যেন শ্বেতকিরণ শ্বেতকুমুদে আকাশের চাদ মর্তের চাদে মিলিত হইয়াছে। আমি মাতার কোলে উঠিলাম। রাঙ্গাঠাকুরুণ হেসে বলিলেন “উঠিল, এভ বড় ছেলে আৰায় কোলে চড়ে ?” দাইমা কছিল “হউক চিরকাল চড়,ক।” জননী সম্বেহে চুম্বন করিলেন ও কছিলেন “ওমা আমার দুদের গোপাল-খোক বৈকি ?” আবার একটি নারী কহিল “রাম থোকা ।” নারীনিকরমধ্যে একটি মাতৃক্রোড়স্থ क्षित यदे नमब्र कश्ब्रिl खेळेिल “गा आभि . সট্যের খোকা ।” খোকার মা কছিলেন “কি মিষ্ট কথা আমার নীলমণির। আমি নীলমণির দিকে দেখিলাম। নীলমণি একট দ্বাদশ বৎসরের গৌরবর্ণ বালক , কিন্তু খৰ্ব অশিষ্ট মুখশ্ৰী, মোট মোট ভোতা অঙ্গাবয়ব, পরিচ্ছদ অতি পরিপাটি ও মূল্যবান স্বর্ণহারবিনিৰ্ম্মিত রত্নখচিত ফুলদার কিনপাপের চাপকান, পীতবর্ণ লাটিনের উপর ক্ষুদ্র ক্ষুদ্র পুপ