পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৭১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১শ সংখ্যা নহে ; তখন আর এক পথ ধরিয়া ចំណាំៈ গেল। আমার বন্ধুটী ও তখন দ্রুত পাদবিক্ষেপে আমাদের সঙ্গে আসিয়। জুটলেন । বিnা তা টিকূটকার সঙ্গে আমার এই প্রথম পরিচয় । ইহার কিছুদিন পরে আমা, এই বন্ধুর গৃহিণী, তাহার এক স্বজাতীয় বন্ধু, আমার পুত্র, অামার সেক্রেটারী—একটা আইরিশ মহিলা, এবং আমি, আমরা ই পাঁচজনে মিলিয়া লণ্ডনের একটু বহিরে ইলফোড়নামক উপনগর একট। সভায় যাই । পথে লণ্ডন ব্যাঙ্কের নিকটে আমার পাশি বন্ধুটী ও আমাদের সঙ্গে আসিয়া ঞ্জোটেন। আমরা লিভারপুলস্ট্রীট রেল ষ্টেশনে গাড়ী চাপিয়া ওবে ইলফোর্ডে যাইব, এরূপ বন্দোবস্ত ছিল। ব্যাঙ্কের পাশ দিয়া ষ্টেশনে যাইতেছি, তথন সন্ধ্যা হইয়া গিয়াছে। পথে গ্যাস জলিতেছে, সময় প্রায় ৭০ টা । আমার বন্ধুর গৃহিণী এক বার কি কারণে পশ্চাতের দিকে চাহিয়া । দেখিলেন একটী লোক আমাদের পশ্চাতে খাসিতেছে । তিনি বলিগেন—মিঃ– আপনার শরীরবৃক্ষক ঐ আসূ ছ। আমরা সকলেই তখন তাহাকে দেখিবার ৭ষ্ঠ দাড়াইয়া গেলাম। আমাদের ভাব বুঝিতে পারিয়া গরিব পেচারী একেবারে লণ্ডন ব্যাঙ্কে ঢুকিয় পড়িল। রাfত্র সাড়ে সাতটায় रुIItफ झुकएंठ गा७ो३ टुjक्ष भूर्थठl হইয়ছিল। মুক্তরাং তাহাকে না দেখিয়াই আমাদের সন্দেহ দূর হইয়। গেল—সে যে আমারই পিছদে চলিয়াছে ইহা স্থির সিদ্ধান্ত হইল। ভ্ৰমে আমরা ষ্টেশনে বিলাতের টিক্‌টিকী 4 ο Φ. চুকিয় পড়িলাম। আমার বন্ধুটা টিকিট লইতে গেলেন। সেখানে যাইয়। দেখিলেন লোকট। দুরে দাড়াইয়া আছে, তার কেমন দুষ্ঠামি করি;ত ইচ্ছা গেল ; তই টিকিট বিক্রেতাকে বললেন—"দ্যIখ, ঐ ব্যক্তি আমার স্ত্রীর পেছনে লাগিয়া ছ -ಇIಣ್ಣ কোথায় যাচ্ছি,তাহাকে বলিও ম।” তখন সে ব্যক্তি একটু উত্তেজিত হইয়া বলিল "সে কি কথ। মখয় ? এক্ষণি একে আমি পুলিশে ধরিয়ে দিচ্ছি " যেই বলা থম্নি পুলিশ ডাকা । পুলিশের পাহারাওয়ালা এই কথা শুনিব। মাএই সে ব্যক্তিকে যাইয়া পাকড়াও কfরণ । তখন দুজনে টিকিট ঘরে ঢুকিয়া গেল এবং পাহারা ওয়াল। তার কাগজ পত্র দেখিয়া, অষ্ঠ দরজ। দিয়া সরিয়া পড়িল । আমরা তখন প্লাটফরমে আসিয়া ট্রে:ণর প্রতীক্ষা কf:তেছি । আমার টিক্‌টকা তখন আমার কাছে আসিয়া:সমস্ত্রমে টুপী খুলিয়া বলিল— "Iभ३-श्र|31: ८दन ७ ८५°११ म! ई-- মিসেস অনর্থক ভুঞ্চিয় গিয়। এই গোলট। বাধাইলেন।” মি:সপ—ঈযং হাসিয়া বলিলেন—“তুমি বুঝ তাই ভাবছো ? আমি তোমায় চিনেছিলাম । তোমাকে অপ্রস্তু ত করার জন্যই এ ফাদ পাতা হয়েছিল ।” তখন লোকটী আমার দিকে মুখ ফিরাইয়। বলিল —"মিঃ-—এ কাজটা যে আমার মনোম ত তা ভাববেন না । সময় সময় নিজের উপরে ঘূণ হয়। কিন্তু কি কfর স্ত্র পুত্র আছে, তাদের রুট র ব্যবস্থা কfরবার জন্য এমন কাজও করিতে হচ্ছে।" থানিক পরে, আমর।