পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৮ রৰার্ট স্বগীয় ! রবার্ট বলিয়া উঠিল, "Speech is trifling 1 that of the tongue— রসনার কথা অকিঞ্চিৎকর !” সহসা দুইজনেই ছুটিল, অৰ্দ্ধপথে আলিঙ্গনে বদ্ধ হইল ! —এমিলির হৃদয় কি বেগে আবার কঁাপিয়া উঠিল—ঝরঝর ঝরঝর অশ্রু নামিয়া গেল ! ब्रवॉर्छ शशैौब्र श्रांनरक भूश्च झझेब्रा ब्रश्लि । উভয়ে সন্নিহিত কোঁচে গিয়া বসিল ! আলিজনে,নিঃশবাতায় হৃদয়ের উপর হৃদয় কঁাপিতে থাকিল, বাহু বাহুতে জড়িত হইল, ওষ্ঠ ওষ্ঠে বদ্ধ হইল,—অবশেষে বুঝি নিদ্রা দুজনকে আপনার স্বপ্নমন্দিরে টানিয়া লইয়া আরও গভীরভাবে দুজনার পরিচয় করাইয়া দিল । কোন প্রথম প্রণয়িযুগলের অজস্র জল্পনায় এরূপ প্রথম পরিচর,-e-হৃদয়ে-হৃদয়ে নিগৃঢ় আত্মসমর্পণে এরূপ প্রথম পরিচয় আর কোথাও হইয়াছে কি ?” আমি সমস্ত রাত্রি বিস্ময়ে, আনন্দে রবার্টের স্বৰ্গীয় চরিত্রের ধ্যানে যেন আর ঘুমাইতে পারিলাম না । কেবলি ভাবিতে লাগিলাম, কাহার জীবনের মূল কোথায় ? এই বিশৃঙ্খলমূৰ্ত্তি, অসামাজিক, বিদ্যা, বিমুখ যুবকটিকে কেহই প্রকৃতরূপে জানে al, forêi Sion, “an honest rascal’; বুবকেরা ভাবে,'idiotic” ; চাকরবাকর সবাই ভাবে, একজন অশ্রান্ত শীকারী ! কিন্তু এই বাগবিমুখ যুবকের হৃদয়টি কোথায় বিশাল হ্রদের পরপারে, উপত্যকার গ্রামটিতে একটি .কেমন মুন্দরী সকরুণ। কিশোরীর হৃদয়টি অবলম্বন করিয়া তাহার চারিদিকে ললাটবেষ্টনী মালার স্তায় প্রস্ফুটিত হইয়া আছে! এই যুবক বিবাহ করিবে না—হায়! সে কথার বঙ্গদর্শন । [ ২য় বর্ষ, আষাঢ়। রহস্ত কে জানে! এই যুবক শীধার করিয়া ফিরে—হায় সে কথার মৰ্ম্ম কে বুঝে ! আমি আপনাকে স্কৃতাৰ্থ বোধ করিলাম যে, এমন বন্ধু আমার মিলিয়াছে—এমন রহস্ত আমার কাছেই শুধু প্রকাশিত হইয়াছে। আমার চিত্ত সেই বিশাল হ্রদটি পার হইয়া বরাবার সে উপত্যকার অজ্ঞাতগ্রামে উদ্ভাস্ত হইলকখনো বা ভাবিলাম, আমার গ্রামের কল্পনা হয় তো সে গ্রামটির সহিত একেবারেই মিলিবে না –আবার বাঙলার কথা মনে হইতে লাগিল । কিন্তু ফিরিয়া ফিরিয়া এই বিদেশী সুহৃদের মাহাত্ম্য, সৌন্দর্য্য এবং রহস্ত আমার হৃদয়ে আঘাত করিতে লাগিল। সহসা দুটা-একটা দরজা খুলিবার শব্দ হইল । ভোর ? লাফ দিয়া উঠিয়া জানালায় গিয়া দেখি, স্পষ্টই ভোর । ঐ যে বিচিত্র নীলপোষাকে সুইপারগণ চলিয়াছে। অামার ম্যান শাস্ত্রই চা লইয়া আসিল। আমি চ৷ সারিয়া হাতমুখ না ধুইয়াই রবার্টের কামরার দিকে উঠিয়া গেলাম। কামরার কাছে যাইতেই শুনি—বেহালা ও গান। দরজ। তখনো বন্ধ। জানালা হ্রদের দিকে খোলা, রবাট বুঝি রাত্রে আর ঘুমায় মাই। আমি চুপ করিয়া অনেকক্ষণ শুনিলাম—ঘুরাইয়াফিরাইয়। সেই একই গান বারবার গাছিতেছে । গানটি ধরিলাম, যথা – By woodland-bar by ocean-belt The full south bregze our foreheads fann'd And lightly rolled round moon, and star, Low music from the magic-land, By ocean bar by woodland-belt More fragrant grew the glowing night While, faint through dark blue air we felt The breath of some unnamed delight,