পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্কুলের স্মৃতি 一一这一一 আমাদের বাড়ীর নিকট পাঁচটি স্কুল ছিল । একটি ইংরাজ গবর্ণমেণ্টের সাহায্যপ্রাপ্ত এণ্টে,স স্কুল। এটি ফরাসী চন্দননগরের ভদ্রলোকের যত্নে সংস্থাপিত হইলেও বৃটিশ চন্দননগরে অবস্থিত ছিল এবং গড়বাটী-নামক স্থানে ছিল বলিয়া সকলে ইহাকে গড়ের স্কুল বলিত । দ্বিতীয় স্কুলটি ফরাসী চন্দননগরের মধ্যে সংস্থাপিত ছিল এবং রোমান ক্যাথলিক পাদ্রির ইহা প্রতিষ্ঠা করেন, এইজন্য সকলে ইহাকে ফরাসী স্কুল বা পাস্ত্রীর স্কুল বলিত। তৃতীয় হুগলী কলেজ— পরিচয় অনাবশুক চতুর্থ চুচুড়া ফ্রীচর্চ বা ডফের স্কুল, এটি কলিকাতা ফ্রীচর্চের শাখা। পঞ্চম হুগলী নৰ্ম্মাল স্কুল । হুগলী কলেজ ও নৰ্ম্মাল স্কুল ইংরাজ গবর্ণমেণ্টের খাস । গড়ের স্কুল, পাদ্রী স্কুল ও ফ্রীচর্চে এণ্টেন্স ক্লাস পর্যন্ত পড়াইবার বন্দোবস্ত ছিল। হুগলি কলেজে এম, এ, ও নৰ্ম্মাল স্কুলে ত্রৈবার্ষিক পরীক্ষা পর্যন্ত পড়ান হইত। কলেজের অধীনে কলিজিয়েট স্কুলু এবং নৰ্ম্মাল স্কুলের অধীনে মডেল স্কুল ছিল। মডেল স্কুলে মধ্য ইংরাজী বা মধ্য বাংলা পৰ্য্যন্ত পড়া চলিত । গড়ের স্কুলটি মধ্যে একেবারে লোপ পাইয়াছিল, এখন আবার স্থানীয় লোকের যত্নে মাথা তুলিয়াছে। ফরাসী স্কুলটি এখন আর পাদ্রীদের হাতে নাই, ফরাসী গবর্ণমেণ্ট এখন উহা নিজের হস্তে লইয়া ছেন। স্কুলটির এখন নাম হইয়াছে— “দুপ্লে কলেজ”। স্কুলটি ফরাসী অধিকারে স্থাপিত ও ফরাসী গবর্ণমেণ্টের দ্বারা পরিচালিত হইলেও, উহা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তভূক্ত। উহাতে এফ, এ, পৰ্য্যন্ত পড়ান হইয়া থাকে। পূৰ্ব্বে স্কুলটির নাম ছিল— “সেণ্ট মেরীজ ইন্‌ষ্টিটিউশন”। এখনও চন্দননগরের বাহিরে উহা এই নামেই পরিচিত। দুপ্লে কলেজে ফরাসী পড়িবার জন্ত স্বতন্ত্র বিড়াগ আছে। এই বিভাগে সকল বিষয়ই ফরাসীতে পড়ান হইয়া থাকে, কেবল ইংরাজী 9 sterifēÊİş Sfsi (second language) বলিয়া পড়ান হয়। ফরাসী বিভাগের ছাত্রেরা প্রথমে একটা পরীক্ষা দেয়, তাহার নাম সাতিফিকাদেভু্যদৃ” । ইহার পরে যে পরীক্ষা হয়, তাহার নাম “ব্রেভে” । ব্রেভে-পরীক্ষা আবার দুই প্রকারের আছে—নিম্ন ও উচ্চ । ব্রেভে-পরীক্ষা চন্দননগরে হয় না, পরীক্ষার্থীদিগকে পণ্ডীচারীতে গিয়া পরীক্ষণ দিত্তে হয়। নিম্ন ব্ৰেভে অনেক বাঙালী পাস হইয়াছেন, কিন্তু উচ্চ ব্ৰেভে এ পর্য্যন্ত কোনও বাঙালী দেন নাই। উচ্চ ব্ৰেভে নাকি ইংরাজী বি, এ, পরীক্ষার অপেক্ষ কঠিন। অধিকন্তু ইহাতে সঙ্গীত, যুদ্ধবিদ্যা ইত্যাদিও শিক্ষা করিতে হয় । দুপ্লে কলেজের প্রিন্সিপাল একজন ফরাসী সাহেব, সহকারী প্রিন্সিপাল এলাহাৰাদ বিশ্ববিদ্যালয়ের এম, এ, উপাধিধারী একজন বাঙালী যুবক।