পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{१२ বঙ্গদর্শন। [ ২য় বর্ষ, মাঘ। হিমাচল হল যবে যখন সে পাণীগুলি তখন গো বুদ্ধদেব —শূন্য র্তার করতল দেখে নাই এতকাল অসীম অনন্ত হেরি’ শূন্য আকাশের ধ্যানে —নেত্রপক্ষরাজি দগ্ধ তপ্ত দুইফোট জল শূন্য ছিল মন যার আশা অনুয়াগ যার সুগভীর বরফে আবৃত, আর নাহি আসে নিজ নীড়ে, ফিরিয়া দেখেন ধীরে ধীরে তখন যে নয়ন মুনির কোন-কিছু বস্তু পৃথিবীর যে নয়ন অন্ধ ঝলসিত, যে অখির দৃষ্টি নিৰ্ব্বাপিত, রক্ত ছোটে আঁখিপাত দিয়া— উঠিল সে নয়ন ভরিয়া । বস্তু হীন শূন্যের ধেয়ানে, একমাত্র আছিল নিৰ্ব্বাণে, সংসার হইতে যিনি ঘোর বনে করি’ পলায়ন সংসারেয় সুখদুঃখ করিয়াছিলেন বিসর্জন সেই ভগবান বুদ্ধ নিতান্তই শিশুটির মত পার্থীটির তবে আহ। বরযিলা অশ্রজল কত ॥ শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সুখদুঃখ । উভয়ে সমান মম মুখ দুঃখ আর— তুমি মোর ছঃখ, তুমি মুখ সে আমার ! তুমি চির বরণীয়, তাই এ অন্তরে মুখদুঃখে বরিয়াছি তুল্য সমাদরে। সঙ্গী । হে দুঃখ, আমারে তুমি তিলেকের তরে একাকী ফেলিয়া কভু ধেয়ে না অস্তরে! প্রিয় বিরহিত আমি, তুমি না রহিলে 'বাচিতে নারিব আর এ শূন্ত নিখিলে! ক্রপ্রিয়ম্বদা দেবী