পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯৯১ সালের ১৪ই সেপ্টেম্বর ভারত ছাড়িধৰ্ম্মপ্রাণ ভারতসন্তানের চিরপ্রিয় পরিচিত দেবমূৰ্ত্তিগুলি কতকাল দেখি নাই। ভারতে থাকিতে তাহদের কথা বড়-একটা লছি ।

  • বসন্ত ।

مخیحیپ পাগল বসন্তুদিন কতবার অতিথির বেশে তোমার আমার দ্বারে বীণাহাতে এসেছিল হেসে লয়ে তার কত গীত কত মন্ত্র মন ভুলাবার, যাদ্ধ করিবার কত পুষ্পপত্র আয়োজনভার – কুহতানে হেঁকে গেছে “খোলে! ওগো খোলো দ্বার খোলো ! কাজকৰ্ম্ম ভোলো আজি, ভোলো বিশ্ব, আপনারে ভোলো ।” এসে এসে কতদিন চলে গেছে দ্বারে দিয়ে নাড়া,— আমি ছিন্থ কোন কাজে, তুমি তারে দাও নাই সাড়া ! আজ তুমি চলে গেছ, সে এল দক্ষিণ বায়ু বাহি’, আজ তারে ক্ষণকাল ভুলে থাকি হেন সাধ্য নাহি ! আনিছে সে দৃষ্টি তব, তোমার প্রকাশহীন বাণী, মৰ্ম্মরি তুলিছে কুঞ্জে তোমার আকুল চিত্তখানি। মিলনের দিনে যারে কতবার দিয়েছিকু ফাকি, তোমার বিচ্ছেদ তারে শুষ্ঠঘরে আনে ডাকি ডাকি ! চীন-কাহিনী। --سے ہی صوپھیaear- تجارحیم ہس S. দেব-দেবী । ভাৰিতাম না; কিন্তু এই অপরিচিত বিদেশে আশ্রয়গ্রহণ করিতে চাহিতেছিল ! মাতা অন্নপূর্ণার জননীমূর্তি, রাধিকারমণের প্রেমপুর্ণ মধুর বদনশাত এই অধম ভক্তি হীনকে, জানি না কেন, সবলে আকর্ষণ গুস্তাব উত্থাপন করিল, তখন জামি করিতেছিল। যুদ্ধের কোলাহল, সৈনিকের সম্মতি দিলাম। রণবাদ্য, রক্তপাতী বিজয়ীর শাৰ্দ্দলোচিত উন্মত্ত তাওবে বিরক্ত হইয়া চিত্ত যেন সেই পবিত্র মুন্দর মন্দিরাভ্যস্তরে দেবতার অগুরুসুবাসিত চন্দনবিলিপ্ত চরণতলে শাস্তির জঙ্গ , তাই যখন আমার সঙ্গী চীনেম্যান জালিয়া আমায় তাহার স্বদেশীয় দেবীমূৰ্ত্তি দেখাইবার