পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সংখ্যা 0 | খ্রিস্তু উল্পীপে তিনি এতটা অধীর হইয়া . পড়িয়ছিলেন যে, সেই অমৃতরসের শিশিট র্তাহার হাত হইতে ফস্কাইয়া ভূতলে পড়িয় ভাঙিয়া গেল। তিনি উন্মত্তের দ্যায় সেই তঙ্গবিশিষ্ট শিশির দিকে ছুটিয়া গেলেন এবং নিকটস্থ জলন্ত হাপরের নীলাভ প্রভায় দেখিতে পাইলেন, সেই ভগ্নাবশিষ্ট শিশির তলায় শুধু একটি-ফোটা রস ঝিকমিক্‌ করিতেছে । —“এক ফোট—শুধু একটি ফোট । মার্গারটু, এই ফোটাটি তোমার জন্ত—এখন জগৎ মরে মরুকৃ, তাতে কিছুমায় ক্ষতিবৃদ্ধি নেই। আমাদের দু’জনের জষ্ঠ তো অনন্ত জীবন সঞ্চিত রইল।” এই কথ। বলিয়৷ তিনি গৃহ হইতে বাহির হইলেন এবং বিক্ষিপ্তচিত্তে রাস্ত। পরে হইয়া, সহরের ভিতর দিয়া গিয়া, মার্গারীটের খুল্ল তাত—গির্জার সেই বৃদ্ধ পুরোহিতের ভবন পৰ্য্যন্ত ছুটয়া গেলেন। তাহার খোজ করায় সেখানকার লোকে ঈষৎ হাসিয়া বলিগ, তিনি যে ৩০ বৎসর হইল, লোকাস্তরে গমন করিয়াছেন । আচ্ছ, কিন্তু মার্গারাঢ় !...তাহার ঠিকানা পাইতেও অনেক বিলম্ব হইল ; কেন না, সে-অঞ্চলে মার্গারটুকে কেহই জানিত না । কেবল একজন বৃদ্ধ বলিল, “মার্গের টু-নামে একটি যুবতীকে পূৰ্ব্বে সে জানিত, এক্ষণে অস্পষ্ট স্থতিমাত্র তাহার মনে রহিয়াছে। সেই বৃদ্ধ তাহার সন্ধানে তাহার সঙ্গে যাইবে বলিয়া স্বীকৃত হইল। এই বৃদ্ধার সাহায্য না পাইলে डिनि কখনই মার্গারীটের নিকট পৌছিতে পঙ্কির্তেন না। o . বুদ্ধার কথামত কোন একটা রাস্ত ধরিয়৷ বঁচিবার তুষ । ۹ - وه " রেমে একটি ক্ষুদ্র দোতাল-বাড়ীতে আসিয়া উপস্থিত ছুইলেন। কঁাপিতে কঁাপিতে সেই বাড়ীতে উঠিয়া দ্বারে আঘাত করিলেন। দ্বার খুলিল। মার্গারীটের নাম ধরিয়া ডাকডাকি করায় কে-একজন উত্তর করিল ঃ-- “ওগো, এখানে না।” রেমো গৃহে প্রবেশ করিয়া উৎকণ্ঠিতভাবে চারিদিকে নিরীক্ষণ করিতে করিতে আবার মার্গারীটের নাম ধরিয়া ডাকিতে লাগিলেন –“মার্গারটু জেনেব্রার --মার্গরীটু জেনেত্রীর ” পাণ্ডুবর্ণ বলিতচৰ্ম্ম অস্থিচন্মসার একজন বৃদ্ধ একটা বড় আরাম-কেদারায় বসিরা ছিল, সে স্থলিতপদে অতি কষ্টে উঠিয়া বলিল ঃ-- “মার্গারটু জেনেত্রীর? তা হলে আমিই cवांथ झग्न !” - ——“তুমি !". বৃদ্ধ, তুমি কি ক্ষেপেছ ? আমি মার্গারটুকে খুঁজুচি ;–সে স্বন্দরী, সে যুবতী, তার সোনালি রঙের চুল, লাল টুক্‌টুকে ঠোট।” তাহার পর ঘরের দেয়ালে একটি আয়তলোচনা তরুণীর চিত্র দেখিয়া বলিরা উঠিলেন :-"ঐ-ই আমার মার্গারটু, ওকেই আমি ভালবাসি, আর ঐ-ই আমার জন্য অপেক্ষ করে থাকৃবে বলে শপথ করেছিল।” * - মার্গারাষ্ট্র প্রথমে চিত্রের উপর—তাহার পর রেমোর উপর বিষাদময় দৃষ্টি নিক্ষেপ করিল ; পরে, তাহার মুখে একটি বিষs হাসির রেখা অঙ্কিত হুইল। সে বলিল:-- “আমিই সেই ; আমি তোমাকে প্রবঞ্চন। করি নি; আমি সেই অবধি তোমার জল্প,