পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃথিবীর উৎপত্তি।

  • ----ーペー”を設*。 ن-تخاد

ধৰ্ম্মসম্প্রদায়বিশেষে পৃথিবীর উৎপত্তির যেমন এক-একটা পৃথকৃ ইতিহাস আছে, অধুনিক জ্যোতিষিকগ্রন্থে তৎপ্রাযুঙ্গিক ইতিহাসসংখ্যা সেই প্রকার অধিক না হইলেও, অন্তত দৃষ্ট তিনটি পৃথক মতবাদের কথা আমরা আজ ও জ্যোতিবিদগণের মুখে শুনিয়া থাকি । এ সম্বন্ধে প্রত্যেক মতবাদই বহুযুক্তিপূর্ণ ও জগদ্বিখ্যাত জ্যোতিষিগণের পৃষ্ঠপোষিত, সুতরাং সেগুলির মধ্যে কোনটি সত্য, তাহ হঠাৎ ঠিক করা বড় কঠিন । এরূপ স্থলে প্রত্যেক মতবাদীদিগের প্রদ<শিত যুক্তির গুরুত্ব তুলনা করিয়া, যে মত`शोऽां সৰ্ব্বাপেক্ষা স্বযুক্তিপূর্ণ মনে হয়, তাহtকেই সত্যস্বরূপে গ্রহণ করিয়া সস্তুষ্ট থাকা ব্যতীত উপায়ান্তর নাই । বৃহস্পতি, শুক্র, শনি প্রভৃতি সৌর-পরিবারস্থ জ্যোতিষ্কগুলি পর্য্যবেক্ষণ করিলে, তাহীদের পরস্পরের মধ্যে কতকগুলি স্থায়ী সম্বন্ধ স্পষ্ট দেখা গিয়া থাকে। জ্যোতির্বিদগণ পরীক্ষা করিয়া দেখিয়াছেন, শুক্র, বৃহস্পতি, পৃথিবী প্রভৃতি গ্রহ ও তাহীদের উপগ্রহাদি গুলির প্রত্যেকেরই এক-একটা স্বতন্ত্র প্রদক্ষিণপথ নির্দিষ্ট আছে সত্য, কিন্তু তাহাদের গতির দিকের কোনক্ট স্বাতন্ত্র্য নাই, সকলেই সুৰ্য্যের সহিত প্রায় একই সমতলে থাকিয়া একই নির্দিষ্ট দিকে স্বৰ্য্যপ্রদক্ষিণ করে। এতদ্ব্যতীত ইহাদের অক্ষাবর্তনগতির দিক পর্যবেক্ষণ করিলে, তন্মধ্যেও পূৰ্ব্বে দ্রুরূপ একতা দেখা যায় । সৌরজোতিঙ্কগুলির,গতির উল্লিখিত একতা এবং তাহীদের অবস্থানের মধ্যে কতকগুলি শুঙ্খল আবিস্কার করিয়া জ্যোতির্ষিমাত্রেই বলেন -—বৃহস্পতি, শুক্র, শনি, পুথিবী ইত্যাদি গ্রহসকল যে একটা অতিনিকট জ্ঞাতিত্বস্তুত্রে সুৰ্য্যের সহিত সম্বদ্ধ, তাহাতে আর অণুমাত্র সন্দেহ নাই। পৃথিবী ও অপরাপর সেীরজ্যোতিষ্কের প্রত্যেকেই একই প্রথায় উৎপন্ন হইয়াছিল এবং তাহাদের ংস ও একই প্রথtয় সম্পন্ন হইবে । পণ্ডিতগণের মতে সৌরজগতের অভিব্যক্তি এবং পৃথিবীর উৎপত্তি ব্যাপার । এখন সৌরজগতের উৎপত্তিপ্রসঙ্গে জ্যোতিসিগণ কি বলেন, দেখা যাক । জ্যোতিঃশান্সে এ সম্বন্ধে মোটামুটি তিনটি মতবাদ প্রচলিত অাছে । জগদ্বিখ্যাত জ্যোতিৰ্ব্বি লাপ্লাস বলেন –পৃথিবী যেমন নিয়তই স্বীয় স্ত,ক্ষর চারিদিকে আবৰ্ত্তন করিতেছে, স্বষ্টির প্রারম্ভে বৃহস্পতি-শুক্রাদি সৌরজ্যোতিষ্কমাত্রেরই গঠনসামগ্ৰী জলস্তবাষ্পাকারে সেই প্রকার প্রচণ্ডবেগে মহাকাশে ঘুরিতেছিল। তার পর কালক্রমে তাপক্ষয় হওয়ায়,সেই বাষ্পীয় সামগ্ৰী সঙ্কুচিত ও রূপান্তরিত হইয়া সৌরজগতের উৎপত্তি করিয়াছে। দ্বিতীয় মতবাদিগণ বলেন,— স্বষ্টির আদিতে সৌরজগতের গঠনসামগ্ৰী যে একই