পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয়-সংখ্যা । ] মেঘরাশিতে প্রবেশ করেন, তখন এই নওরোজা পৰ্ব্ব আরম্ভ হইত। প্রথম দিবস হইতে আরম্ভ করিয়া ঐ মাসের উনবিংশ দিন পর্য্যন্ত এই উৎসব থাকিত । এই উনবিংশতি দিবস রাজ্যময়, বিশেষত রাজধানী আগ্ৰায়, আনন্দের স্রোত বহিয়া যাইত। পুষ্পমালায়, বিবিধবর্ণের কেতনে, বিবিধ দেশ হইতে সমাগত বণিকৃদিগের নয়নরঞ্জন পণ্যবীথিকায়, শোভন আলোকমালায়, বিচিত্র তোরণসজ্জায়, রাজধানী অভিনববেশে সজ্জিত হইয়া নববৈশাখের বিকসিত বাসন্তী শ্ৰীকে আর ও মনোরম করিয়া তুলিত। ইহার সহিত হরিণনেত্রের কটাক্ষ, স্বর্ণভুষণের শিঞ্জিতধ্বনি, কলকণ্ঠের তাললয়পরিশুদ্ধ সঙ্গীতমধুরী মিশিয়া রাজপ্রাসাদে যে উৎসব উচ্ছসিত করিয়া তুলিত, তাহ আজ তিনশত বৎসরের পর অনুমান করাও দুঃসাধ্য । খুশরোজ অথাৎ আনন্দের দিন, নওরোজ বা নববষের প্রথমদিবস। আকৃবরের চরিতাখ্যায়ক বদোনি শেষোক্ত পৰ্ব্বকে আর একটি বিশেষণে অভিহিত করিয়াছেন, “নওরোজা জলালি ৷” “জলালি”-শব্দের শব্দগত অথ–গৌরবময়, উজ্জল, বিখ্যাত, শক্তিপূর্ণ হত্যাদি । আমাদের ক্ষুদ্র বোধে এ অর্থ না করিয়৷ আকৃবরের জলালউদ্দীন নাম হইতে ইহার অর্থ করা আরও সঙ্গত ।* এ অর্থ করিলে "আকৃবরের সাময়িক বা আকবর কর্তৃক প্রচলিত বুঝায়। “জলালির’ খুশরোজ। ዓ® উৎপত্তি যাহা হইতে হউক, বৎসরের প্রথম উৎসবের দিন বলিয়া ইহাকে “নওরোজা’ নাম দেওয়া হইয়াছিল। বসন্তের সময় পৃথিবীর সর্বত্রই একটা লা একটা পৰ্ব্ব প্রচলিত দেথা যায়। এ সময় বাহপ্রকৃতি যখন নবীন খামলিমায় অপূৰ্ব্ব ঐ ধারণ করে, যখন জলে স্থলে অন্তরাক্ষে সব্বত্রই সৌন্দর্য্যের সঙ্গীত ধবনিত হয়, তখন মানবমন ও স্বতই উল্লাসাবেগে চঞ্চল হইয়া উঠে। প্রাচীন রোমানেরা এজন্য এ সময় লুপারকেলিয়া’ উৎসবে মত্ত হইতেন। ইংরাজদের ‘মে ফেষ্টিভাল’ ও আমাদের দেশের হোলিকোৎসব ও প্রকৃতির বসস্তলীলার সহিত যোগদান। আকবর এ দেশের এই বসন্তোৎসবের সহিত পার্শী সম্প্রদায়ের সুৰ্য্যোপাসন মিশাইয়া এই অভিনব নওরোজা পর্বের স্বষ্টি করেন । নববর্ষের প্রথম দিনে সম্রাটু একটি বৃহৎ ভোজ দিতেন । পুবে বলিয়াছি যে, প্রথম দিন হইতে উনবিংশ দিবস পর্য্যস্ত এই পৰ্ব্ব প্রচলিত থাকিত । তাহার মধ্যে প্রথম, তৃতীয় ও উনবিংশ দিবসে বিশেষ উৎসব হইত। প্রথম ও উনবিংশ দিবসে সম্রাট রাজ্যের প্রধান প্রধান আমীর-ওমরাহদিগকে নিমন্ত্রিত করিয়া একটি বৃহৎ ভোজ দিতেন। এতদ্ব্যতীত ঐ দুই দিবসে দীনদরিদ্রদিগকে অনেক অর্থ বিতরণ করা হইত। মাসের তৃতীয় দিনের ব্যাপারবর্ণনাই আমাদের প্রবন্ধের বক্তব্য বিষয়।

  • আকবরের পুর নাম—স্বলতান মহম্মদ জলালুদ্দীন পাদিশ ঈ-গাজী ।” BBBBBDDDDD DBBDDD DDDBBB BBBB BB BB BB DD BB BBB BBBB BBS যায়, যথা—আবুল ফথ, জলালুদ্দীন মহন্ধ আকৃবর পাদিশ-ঈ-গাজী।