পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*W。 বঙ্গদর্শন । [ जार्छ বাঙলার ঐতিহাসিকেরা খুশরোজ ও নও- হইতে উৎকৃষ্ট গালিচা ও রেশমী দ্রব্য, রোজার মধ্যে প্রভেদ করেন না, কিন্তু এক- সিরাজ হইতে উৎকৃষ্ট ‘সিরাজী’নামকপৰ্ব্বসংক্রান্ত হইলেও দুইটি সম্পূর্ণ ৰিভিন্ন দিব- মদিরা, কাশ্মীর হইতে মহার্য বিবিধ বর্ণের সের ঘটনা। ইহার প্রথম দিবসের নাম ‘নওরোজং অর্থাৎ নববর্ষের প্রথম দিন ও তৃতীয় দিবসের নাম খুশরোজ আনন্দের দিন। আবার ‘নওরোজা' বা নববর্ষের ভোজ বৎসরে একদিন হইত, কিন্তু খুশরোজ প্রত্যেক মাসেই হইত। আবুল ফজল বলেন, এই দিনে দূরদর্শী রাজনীতিজ্ঞ সম্রাট আকৃবর রাজ্যের গুপ্ত রহস্ত, বিভিন্ন প্রদেশের প্রজা, দের চরিত্র ও অভাব এবং নানাদেশের বিবিধ তথ্য অবগত হইবার জন্ত এক বৃহতী মেলা আহবান করিতেন । এই মেলা

  • ff-StGT Fancy-Bazar HRT-H FFG (ব্লকম্যান্‌ সাহেব এ কথার এই অনুবাদই দিয়াছেন। ) এই বৃহতী মেলায় অসম্ভব অধিক মূল্যে বিক্রত হইবার আশায় বহুদূর দেশ হইতে বহুদেশের বহুমূল্য পণ্যদ্রব্য লইয়া সওদাগরের সমাগত হইত। এই খুশ্বরোজ, উৎসবের বর্ণনা করিতে গিয়া যদিও আবুল ফজল এই সমস্ত দ্রব্যের কোনও বিশেষ বর্ণনা করেন নাই, তথাপি তাহার ও বদৌনির ইতিহাসের অন্যান্ত স্থানের বর্ণনায়, ও বর্ণিয়ে, ট্যাভারনিয়ে প্রভৃতি বৈদেশিক ভ্রমণকারীদের ভাস্বর বর্ণনায়, সে সমস্ত পণ্যদ্রব্যের কতক উল্লেখ পাওয়া যায়। সে সমস্ত দ্রব্যের সংক্ষিপ্ত তালিকা, বোধ হয়, আধুনিক পাঠকদের নিকট অপ্রীতিকর হইবে না। পারস্ত,সরিয়া, বেরুটু

মলয়াবারই ইহার প্রধান উৎপত্তিস্থান। শাল, হীরাট, গুর্জর, যুরোপ প্রভৃতি স্থান হইতে জরিখচিত সুন্দর মখমল, পারস্ত ও কাবুল হইতে উৎকৃষ্ট কিংখাব, বঙ্গদেশ হইতে উৎকৃষ্ট রেশমী বস্ত্র, গন্ধগোকুলনামক জন্তুর গাত্রোৎপন্ন গন্ধদ্রব্য, লাক্ষা, মরীচ, মোম, অহিফেন, নানাপ্রকারের ওষধি, বিবিধ প্রকারের পক্ষী, দিল্লী ও মুরশিদাবাদের হস্তিদন্তনিৰ্ম্মিত খেলান, স্বদুর মলয়াচল হইতে আনীত শ্বেত, রক্ত পীত, তিন প্রকারের চন্দন, * জয়পুর ও রাজধানী আগ্রায় নিৰ্ম্মিত শ্বেতপ্রস্তরের (সঙ মৰ্ম্মর ) খেলান, সমুদ্রতল হইতে সংগৃহীত অম্বর-নামক সুগন্ধি গন্ধদ্রব্য, সাইপ্রাস হইতে আনীত লাদন, চীন ও হিন্দুস্থানের বিভিন্ন প্রদেশ হইতে সংগৃহীত কপূর, আচীন ও মধ্যভারত হইতে আনীত অগুরু, গুগগুল, গৌরী, মীদ, চুয়া, শিলারস, লুবান, কলাম্বক প্রভৃতি বাদশাহী গন্ধদ্রব্য লইয়া কত দেশ হইতে কত সওদাগর আসিয়া এই উৎসবে যোগদান করিত। ইহা ছাড়া, স্বর্ণ, রৌপ্য, হীরক ও নানাবিধ মণিমুক্তার দোকান সজ্জিত হইত। মোগল বাদশাহের, বিশেষত সম্রাট আকৃবর, পুষ্পের বড় ভক্ত ছিলেন ও রহুষত্বে তিনি বিবিধ পুষ্প সংগ্ৰহ করাইতেন । ভারতবর্ষের ন্যায় এত ৰিভিন্ন উৎকৃষ্ট সুগন্ধি পুষ্প পৃথিবীর অন্ত কোন দেশে আছে কি না, সন্দেহ।. জাবুল ফজল

  • थांबूल्क्खय् कम्लप्नब्र উৎপত্তিস্থল টানদেশ বলিয়া বর্ণনা করিয়াছেন ; কিন্তু অন্যান্ড বর্ণনায় জানা যায়,