পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

See বঙ্গদর্শন। [श्लांद१ । । অনেক পরিহাস করিল। বিহারীও তাহার জবাব দিল। কিন্তু তাহার মন বুঝিয়াছিল, এ নারী” খেলা করিবার নহে, ইহাকে উপেক্ষা করাও যার না । রাজলক্ষ্মী বিনোদিনীকে সাবধান করিয়া দিলেন। কহিলেন, “দেখ বাছা, বেীকে লইয়া তুমি অত টানাটানি করিয়ো না ! তুমি পাড়াগায়ের গৃহস্থঘরে ছিলে—আজকালকার চালচলন জান না। তুমি বুদ্ধিমতী, ভাল করিয়া বুঝিয়া চলিয়ো।” ইহার পর বিনোদিনী অত্যস্ত আড়ম্বরপুৰ্ব্বক আশাকে দূরে দূরে রাখিল কহিল— “আমি ভাই কে! আমার মত অবস্থার লোক আপন মান বঁাচাইয়া চলিতে ন৷ জানিলে, কোন দিন কি ঘটে, বলা যায় কি !” - আশা সাধাসাধি কাশ্লাকাটি করিয়া ময়ে-বিনোদিনী দৃঢ়প্রতিজ্ঞ ! মনের কথায় আশা আকণ্ঠ পরিপূর্ণ হইয়া উঠিল, কিন্তু বিনোদিনী আমল দিল না । এদিকে মহেঞ্জের বাছপাশ শিথিল এবং তাহার মুগ্ধদৃষ্টি যেন ক্লাস্তিতে আবৃত হইয়া আসিতেছে। পূৰ্ব্বে যে সকল অনিয়ম উচ্ছৃঙ্খলা তাহার কাছে কৌতুকজনক বোধ হইত, এখন তাহা অল্পে অল্পে তাহাকে পীড়ন করিতে আরম্ভ করিয়াছে। আশার সাংসারিক অপটুতায় সে ক্ষণে ক্ষণে বিরক্ত হয়, কিন্তু প্রকাশ করিয়া বলে না। প্রকাশ না করিলেও অাশা অস্তরে অস্তরে অনুভব করিয়াছে, নিরবচ্ছিন্ন মিলনে প্রেমের মৰ্য্যাদা মান হইয়া যাইতেছে। মহেঞ্জের সোহাগের মধ্যে ৰেম্বর ' লাগিতেছিল, কতকট মিথ্যা বাড়াবাড়ি, কতকটা আত্ম প্রতারণা । - এ সময়ে পলায়ন ছাড়া পরিত্রাণ নাই, বিচ্ছেদ ছাড়া ঔষধ নাই। স্ত্রীলোকের স্বভাবসিদ্ধ সংস্কারবশে আশা আজকাল মহেন্দ্রকে ফেলিয়া যাইবার চেষ্টা করিত। কিন্তু বিনোদিনী ছাড়া তাহার যাইবার স্থান কোথায় ? মহেন্দ্র প্রণয়ের উত্তপ্ত বাসরশষ্যার মধ্যে চক্ষু উন্মীলন করিয়া ধীরে ধীরে সংসারেব কাজ কৰ্ম্ম পড়াশুনার প্রতি একটু সজাগ হইয়া পাশ ফিরিল । ডাক্তারি বইগুলাকে নানা অসম্ভব স্থান হইতে উদ্ধার করিয়া ধূলা ঝাড়িতে লাগিল এবং চাপকান প্যাণ্ট লুন কয়ট রৌদ্রে দিবার উপক্রম করিল । ( ১৩ ) বিনোদিনী যখন নিতান্তই ধরা দিল না, তখন আশার মাথায় একটা ফন্দী আসিল । সে বিনোদিনীকে কহিল, “ভাই বালি, তুমি আমার স্বামীর সমুখে বাহির হও না কেন ? পালাইয়া বেড়াও কি জন্ত ?” বিনোদিনী অতি সংক্ষেপে এবং সতেজে উত্তর করিল, “ছি ছি!” আশা কহিল—“কেন ? মার কাছে শুনিয়াছি, তুমি ত আমাদের পর নও!” বিনোদিনী গম্ভীরমুখে কছিল-“সংসারে আপন-পর কেহই নাই । যে আপন মনে করে, সেই আপন—ষে পর বলিয়া জানে, সে আপন হইলেও পর । আশা মনে মনে ভাৰিল, এ কথার जांब उंख्ब्र नाहे । वांछविकङ्गेडाँडांब्र वामी