পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ-সংখ্যা । ] हिन्नूङ् । ” >b"> রেন দেখাইয়াছেন, নেশনের মূল লক্ষণ কি, তাহা বাহির করা শক্ত। জাতির ঐক্য, ভাষার ঐক্য, ধর্শের ঐক্য, দেশের ভূসংস্থান, এ সকলের উপরে ন্যাশনালত্বের একান্ত নির্ভর নহে । তেমনি হিন্দুত্বের মূল কোথায়, তাহ নির্ণয় করিয়া বলা শক্ত। নানা জাতি, নানা ভাষা, নানা ধৰ্ম্ম, নানাপ্রকার বিরুদ্ধ আচার-বিচার হিন্দুসমাজের মধ্যে স্থান পাইরাছে । পরিধি যত বৃহৎ, তাহার কেন্দ্র খুজিয়া পাওয়া ততই শক্ত। হিন্দুসমাজের ঐক্যের ক্ষেত্র নিরতিশর বৃহৎ, সেইজন্য এত বিশালত্ব ও বৈচিত্র্যের মধ্যে তাহার মূল শাশ্রয়টি বাহির করা সহজ নহে । উপাধ্যায় মহাশয় হিন্দুত্বের মূল উপাদান সম্বন্ধে মত বা ক্ৰ করিবেন, আশ্বাস দিয়া রাখিয়াছেন, আমরা এ সম্বন্ধে আলোচনার সেই সুযোগ প্র তীক্ষা করিয়া রছিলাম । এ স্থলে আমাদের প্রশ্ন এই, আমরা প্রধানতঃ কোন দিকে মন দিব ? ঐক্যের কোন আদশকে প্রাধান্য দিব ? রাষ্ট্রনীতিক ঐক্যচেষ্টাকে উপেক্ষা করিতে পারি না । কারণ, মিলন যত প্রকারে হয় ততই ভাল। কনগ্রেসের সভার র্যাহারা छे°श्ङि इछेब्रां८छ्न, ठाइब्रिा हेश अशृउद कब्रिग्रां८छ्न cग, नभरुडहे शक् िदार्थ झग्न, उश्रांत्रि মিলনই কনগ্রেসের চরম ফল। এই भिगनरक शक् िब्रक कब्रिब्रा छणि, उ८द মিলনের উপলক্ষ্য বিফল হইলেও, ইহা নিজেকে কোন মা কোন দিকে সার্থক কৱিবেই—দেশের পক্ষে কোনটা মুখ্য *Jt*ों★, ठांश जांबिकांब्र कब्रिटबई-शांश বৃথা এবং ক্ষণিক, তাহ আপনি পরিহার করিবে । কিন্তু এ কথা আমাদিগকে বুঝিতে হইবে, আমাদের দেশে সমাজ সকলের বড় । অন্য দেশে নেশন নানা বিপ্লবের মধ্যে আত্মরক্ষা করিয়া জয়ী হইয়াছে— আমাদের দেশে তদপেক্ষা দীর্ঘকাল সমাজ নিজেকে সকলপ্রকার সঙ্কটের মধ্যে রক্ষা করিয়াছে । আমরা যে হাজার বৎসরের বিপ্লবে, উৎপীড়নে, পরাধীনতায়, অধঃপতনের শেষ সীমার তলাইয়া যাই নাই, এখনো যে আমাদের নিম্নশ্রেণীর মধ্যে সাধুতা ও ভদ্রমণ্ডলীর মধ্যে মনুষ্যত্বের উপকরণ রহিয়াছে, আমাদের আ রে সংযম এবং ব্যবহারে শীলতা প্রকাশ পাইতেছে, এখনো যে আমরা পদে পদে ত্যাগস্বীকার করিতেছি, বহুছঃখের ধনকে সকলের সঙ্গে ভাগ করিয়া ভোগ করাই শ্রেয়ঃ বলিয়া জানিতেছি, সাহেবের বেহার সাতটাকা বেতনের তিনটাকা পেটে থাইয়া চারটাকা বাড়ী পাঠাইতেছে, পনেরো টাকা বেতনের মুহুরি নিজে আধমরা হইয়া ছোটভাইকে কলেজে পড়াইতেছে—সে কেবল আমাদের প্রাচীন সমাজের জোরে । এ সমাজ আমাদিগকে সুখকে বড় বলিয়া জানায় নাই— সকল কথাতেই, সকল কাজেই, সকল সম্পর্কেই, কেবল কল্যাণ, কেবল পুণ্য এবং ধৰ্ম্মের মন্ত্র কাণে দিয়াছে'। সেই সমাজকেই আমাদের সৰ্ব্বোচ্চ আশ্রয় বলিরা তাহার প্রতিই আমাদের বিশেষ করিয়া দৃষ্টিক্ষেপ করা আবশ্যক । কেহ কেহ বলিবেন, সমাজ ত আছেই,