পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

यक्रममनि । আগু । অমন কথা বলবেন না—- আমার মতের কখনো নড় চড়, হয় না । শুাম । আমার পা ছুয়ে ত তাই বলেওছিলে, কিন্তু দশমিনিটু না যেতেই এক পানপত্রের কথা শুনেই তোমার মত বদলে গেল । জাগু। তা বটে। আদবৈ পছনা করি না— শু্যাম । কেন বল ত বাবা ? জাগু। তা ঠিক বলতে পারূচিনে— ওটা আমার কেমন—বোধ হয়, ওটা—কি জানেন, পানপত্রটা যেন—কে জানে ও কথাটাই কেমন-—হঠাৎ শুনলে কি যেন— তা এই বাড়ীটার নম্বর কি বলুন দেখি! শু্যাম । ওঃ, তাই বুঝি ভাবচ ! আমরা তোমাকে ভাড়াচ্চি নে বাবা ! আমরাই উনপঞ্চাশ নম্বরে ছিলুম, কাল এই বাইশ নম্বরে উঠে এসেচি। যদি মনে কোন সন্দেহ থাকে, উনপঞ্চাশ নম্বরে বরঞ্চ একবার খোজ কোরে আসতে পার! আশু । (স্বগত) উঃ, কি ভুলই করেছি! যা হোক, এখন একটা পরিত্রাণের রাস্ত পাওয়া গেছে । অন্নদাকে এনে দিলেই সমস্ত গোল মিটে যাবে ! যা হোক, অন্নদার অদৃষ্ট ভাল। একএকবার মনে হচ্চে, ভুলটা শেষ পৰ্য্যন্ত টেনে নিয়ে গেলে মন্দ छ्ग्न नां । শুামা ! কি বাধা ! এত ভাবচ কেন ? আমরা ভদ্রঘরের মেয়ে—তোমাকে ঠকাবার জন্তে পশ্চিম থেকে এথেনে আসিনি । আগু ! .ও কথা বলবেন না, আমার মনে কোন সন্দেহ নেই। এখন আমি পানপত্রটা আমি যাচ্চি—একঘণ্টার মধ্যে ফিরে আস্ব— আজকের দিনের মধ্যেই একটা সন্তোষজনক বন্দোবস্ত করবই, এ আমি আপনার পা ছুয়ে শপথ কোরে যাচ্চি। শু্যামা। বাবা, ও শপথে কাজ নেই— পা ছুয়ে আরো একবার শপথ করেছিলে— আগু । আচ্ছা, আমি আমার ইঃদেবতার শপথ কোরে যাচ্চি, আজকের মধ্যেই সমস্ত পাকা কোরে তবে অন্ত কথা । শু্যামা । ( স্বগত ) ছেলেটি কথাবার্তায় বেশ, কিন্তু ওকে কিছুই বোঝবার জো নেই! কখনো বা তাড়া দেয়, কখনো বা ঢিল দেয়, অথচ মুখ দেখে ওর প্রতি অবিশ্বাসও হয় न ! আশু । তবে অনুমতি করেন ত এখন আলি ! শু্যামা । তা এস বাবা । ( প্ৰণাম করিয়া আগুর প্রস্থান ) পঞ্চম অঙ্ক । অন্নদা । অন্নদা। ব্যাপারখানা ত কিছুই বুঝতে পার্লুম না।. ঘটকের কথা - শুনে এলেম কন্যা দেখতে। যিনি দেখা দিলেন, তাকে ত বয়স দেখে কোনমতেই কন্থার মা বলে’ বোধ হয় না-চেহারা দেখে বোধ হ’ল অঙ্গরী—যদি চ অপ্তারীর চেহারা কিরকম, পূৰ্ব্বে কখনো দেখিনি। শেকুহাও করতে যেম্নি হাত বাড়িয়ে দিয়েছি, অমনি ফস কোরে আমার হাতে কড়িৰাধ এক