পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंडूब cउांछ । - S C (t S • C রাগিণী ঝিকিট,—তাল আড়াঠেকা । য়েশ্ব হে প্রণমি সৰে, তব চরণে, নর পাপ বিমোচন, ছবে তোমার মরণে । তোমার সমীপে আসি, প্রার্থনা করিয়া বসি, পবিত্র করহ সবে, , আপন কিঙ্কর জ্ঞানে । তুমি রুটী করি করে, বলিলা সব দাসেরে, ভক্ষণ করছ ইহা, মম মরণ স্মরণে । তব পাতিত রক্তামৃত, মনেরে করে সস্তৃপ্ত, ভক্তি বাড়ে ইচ্ছা হয়, লভিতে হে ত্ৰাণ ধনে । মহা বিচারের দিনে, রেখ তোমার দক্ষিণে ভরসা কেবল তব, झ० कच्न बच्न मोटन ! 0 Nలి তুমি হে স্বৰ্গীয় মাঙ্গা ভক্তের জীবন ক্ষুধিত ভূষিত জনে, করাও ভোজন। জীবনদায়ী ভক্ষ্য সত্য, গ্রহণ করি নিত্য নিত্য, তুমি হে পাপির পখ্য, তোমাত্তে জীবন। সত্য সাক্ষালতা তুমি, তব রক্তে সবল আমি, দুৰ্ব্বল সেবক স্বামী, লয়েছি শরণ !