পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবাহ । e 'ృం సి 8.7. ওহে য়েশ্ব পরিত্রাতা, ধন্য ধন্য তোমার নাম ! & তুমি নিত্য শান্তিদাতা ; তোমার দয়া অবিশ্রাম, প্রভো হে, এ পরিণয়ে তোমার আশীষ কর দান ; বর ও কন্যা এ উভয়ে কর নিত্য ভাগ্যবান, তোমার কোমল চরণতলে এ উভয়ে আশ্রয় লউক; সুখে দুঃখে সৰ্ব্বস্থলে তোমার আজ্ঞাবহ হউক, ইসাহাক ও রিকায় যেমন করেছিল কৃপাদান, প্রভো, এ উভয়ে তেমন কর নিত্য ভাগ্যবান, তোমার প্রসাদ, পিতার প্রীতি, পুণ্য আত্মার সম্মিলন বর ও কন্যায় অবস্থিতি করুক, ইহা নিবেদন, essee.90cess