পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতা সংহিতা ৯ • । S সাধারণ । >8> 次:S C. M., হে প্রভো, তুমি চিরকাল আমাদের বাসস্থান ; সব স্বষ্টির পুৰ্ব্বে তুমি, নাথ, অনাদি মহীয়ান ! সহস্ৰ বৎসর তোমার ঠাই অতীত কল্যের ন্যায় ; ও রাত্রি কাল প্রহরের ন্যায় । স্রোততুল্য সময় যায় । হে প্রভো, তোমার কোপেতে হয় মোদের জীবন ক্ষয় ; আর তোমার প্রবল উন্মাতে উৎকণ্ঠিত হয় হৃদয় । এ ক্ষণিক আয়ু দ্রুত ধায় আর আমরা উড়ডীন হই ; হায় ! তোমার ক্রোধের সম্মখে দাড়াইতে সাধ্য নাই । . হে প্রভো, ফির-কতক্ষণ ? বিলম্ব নাহি সয় } হও রক্ষক মোদের বিপদে ও চিরন্তন আশ্রয় । J. B.