পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 6 а { সাধারণ । ১ সুরক্ষা য়েশ্বর কোলে ! তার বক্ষঃ আশ্রেয় স্থান ; তার প্রেমে হইয়া লগ্ন । পায় বিশ্রাম তথায় প্রাণ ঐ শুন । সংগীত ধ্বনি, স্বৰ্গীয় দূতগণ গায়, এ হৃদয় এখন য়েশ্বর শ্ৰীমুখের দীপ্তি পায়। ২ সুরক্ষা য়েশ্বর কোলে ! নাই ভীষণ চিন্তার লেশ । পরীক্ষা পাপে আমায় না দিবে সেথা ক্লেশ । যদিও কিঞ্চিৎ দুঃখ, মোর জন্যে হেথায় রয় পাইব সেথায় মুক্তি না হইবে সংশয় ভয় । ৩ হে য়েশ্ব প্রিয় ত্রাতা ! মোর তরে হতপ্ৰাণ, সুদৃঢ় আশ্রয় গিরি, চিরন্তন আশার স্থান । দেও আমায় ধৈর্য্য মনে, রই তোমার অপেক্ষায়, । হয় যখন নিশি প্রভাত প্রাণ যেন তোমায় পায় ।