পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীষ্টের আগমন । չե: (Luther's) ১ কি ভীষণ ব্যাপার উপস্থিত । সব স্থষ্টির হইবে ধ্বংস ; বিচারক হইবেন প্রকাশিত, कॅiश्रृिं८द भांनब द९* দূতগণের তুরী বাজিবে, তায় মৃতলোক সব উঠিবে হইয়া সচকিত অন্তর. ২ শ্বেত-সিংহাসনে বসিয়া নরেশ্বর করেন বিচার ; সব লোকের কৰ্ম্ম দেখিয়া ন্যায় আজ্ঞা করেন প্রচার ; র্তার ভক্তগণ না করে ভয় দেখিয়া মুক্তির শুভোদয়, রাজাকে করে প্রণাম, ৩ কি দারুণ গতি! মনোদুঃখ পায় তখন দুষ্ট জনে, যে পাপকে ভাবে প্রিয়সুখ, ও প্রেম না করে মনে ; শাপগ্রস্ত লোকে দূরে যাও ও অগ্নিকুণ্ডে পতিত হও— এই হইবে বিচার আজ্ঞা.