পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 গীটের প্রকাশ ও তারাজ্যের বৃদ্ধি৷ \ლ)y) ° · ’8, 7: . প্ৰভু য়েশু, আপন রাজ্য সৰ্ব্ব জগতে বাড়াও ; তোমার পরিত্রাণের কার্য্য সকল লোকেরে জানাও. ধ্বংশ কর দেবের পুজা, দেবমুৰ্ত্তি ভগ্ন হউক ; তুমি সকল লোকের রাজা, সবে তোমার শরণ লউক, যে পর্য্যন্ত তোমার স্তুতি না সৰ্ব্বত্রে করা যায়, সকল প্রাণী তোমার প্রতি হৃষ্টমনে গীত না গায়, তাবৎ শয়তান কর বারণ যুদ্ধে হইয়া অগ্রসর, হস্ত করিয়া প্রসারণ আপন দাসে দিও বর. তুমি বিশ্বের অধিপতি, সত্বর আপন রাজ্য লও ; স্বৰ্গতুল্য কর ক্ষিতি, তুমি সর্বের রাজা হও. ।