পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

お 9 বঙ্গ ভাষার ইতিহাস। বাবু গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রায় বিংশতি বৎসর কাল শিক্ষা বিভাগে অতিবাহিত করিয়া, বঙ্গ ভাষায় “শিক্ষাপ্রণালী” প্রস্তুত করিয়াছেন। ইহার প্রণীত “গোলকের উপযোগিতা” দ্বারা আর একটী অভাব পূরণ হইয়াছে। এতদ্ভিন্ন বালকদিগের পাঠোপযোগী নিম্ন লিখিত পুস্তকগুলি রচনা করিয়াছেন । যথ1,— হিতশিক্ষা চারিভাগ । বর্ণশিক্ষা দুইভাগ । মানসাঙ্ক ছয়ভাগ। এবং মাদক সেবনের অবৈধতা । সংস্কৃত কলেজের অধ্যক্ষ বাবু প্রসন্নকুমার সর্বাধিকারী প্রথম “পাটীগণিত” ও “বীজগণিত’ সঙ্কলন পূৰ্ব্বক বাঙ্গালীয় অঙ্ক শিক্ষার্থিগণের বিশেষ উপকার করিয়াছেন । সজ্জনপ্রধান বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশের দ্বারা বঙ্গভাষার বিস্তর উন্নতি সাধিত হইয়াছে। বাবু দ্বিজেন্দ্রনাথ ঠাকুর চারিখণ্ড “ তত্ত্ববিদ্য৷” রচনা করিয়া,বঙ্গ সমাজে বিশেষ প্রশংসনীয় হইয়াছেন। শ্ৰীযুক্ত বাবু তারিণীচরণ চট্টোপাধ্যায় প্রণীত “ভারতবর্ষের ইতিহাস” অতিশয় প্রসংশনীয়। চট্টোপাধ্যায় মহাশয় দ্বারা বঙ্গ ভাষায় প্রথম উৎকৃষ্ট ভূগোল রচিত হয় । সংস্কৃত কলেজের কৃতবিদ্য ছাত্র বাবু লাল মোহন ভট্টাচার্য্যের দ্বারা বঙ্গ ভাষার অতি উৎকৃষ্ট “অলঙ্কার কাব্য নির্ণয়” প্রকাশিত হইয়াছে।