পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 বঙ্গে ভূত্র জাতীক্স ইতিহাসন [ ७é अ१jlग्न । দনুজমর্দন এবং জালাল-উদ্দীনের ‘মহেন্দ্রদেব’ উপাধি বলিয়। স্থির করিয়াছেন।* কিন্তু এ পর্য্যন্ত কোন সাময়িক ইতিহাস বা কিংবদন্তি মূলে রাজা গণেশ বা দনুজমর্দনের কাহারও একাধিক নামের উল্লেখ পাওয়া যায় নাই । মুসলমান ঐতিহাসিকগণ রাজ গণেশের ও জলালুদ্দীনের যে অ্যদয়কাল নির্ণয় করিয়া গিয়াছেন, সেই সময়ের প্রাচীন মুদ্র হইতে আমরা জলাল-উদ্দীন, দনুজমর্দন ও মহেন্দ্রদেব এই তিন জন রাজার নাম পাইতেছি । রিয়াজ উস্ সলাতিন মতে মুসলমানবিদ্বেধী রাজ গণেশ ৭ বর্ষ মাত্র প্রবল প্রতাপে রাজত্ব করিয়া গিয়াছেন। পূৰ্ব্বেই লিখিয়াছি, ১৩২৯ শকে বা ১৪০৭ খৃষ্টাব্দে রাজা গণেশ গৌড়ের একচ্ছত্র নৃপতি হইয়াছিলেন । তিনি মুসলমানদিগের প্রতি অত্যাচার আরম্ভ করিয়াছিলেন, তাহাকে শাসন করিবার জন্ত নূর-কুতুব-আলম জৌনপুরের সুলতান ইব্রাহিমকে আহবান করেন । ৮১৭ হিজরায় বা ১৪১৪ খৃষ্টাব্দে সুলতান ইব্রাছিম গোড় আক্রমণ করেন। পূর্বেই লিখিয়াছি, রাজা গণেশ যদুকে রাজ্য ছাড়িয়া দেন। যদু ইসলাম ধৰ্ম্ম গ্রহণ করার সুলতান ইব্রাহিম ফিরিয়া যান। স্থলতানের প্রত্যাগমনের পর রাজা গণেশ সিংহাসন পুনরায় গ্রহণ করেন ও যছকে হিন্দুধৰ্ম্মে দীক্ষিত করেণ। রাজা গণেশের বিদ্যমানে BB B BBBB BBBBB BBBB BBB BBBS BBB BB BBB BB BBB হইয়াছিল তাহাতে ৮১৮ ও ৮১৯ হিজরী অঙ্ক পাওয়া যায়। আবার ঠিক ইহার অব্যবহিত পরেই দনুজমর্দন ও মহেন্দ্রদেবের মুদ্রা পাওয়া যাইতেছে । শেষোক্ত নৃপতিদ্বয়ের মুদ্র হইতে মনে হয় যে তাহারা পাওয়া হইতে চাটিগ্রাম পৰ্য্যন্ত রাজ্য বিস্তার করিয়া ছিলেন । এ অবস্থায় রাজ গণেশ ও রাজা দনুজমর্দন দেবকে অভিন্ন বলিয়া মনে করা যাইতে পারে । সম্ভবতঃ বৃদ্ধবয়সে রাজা গণেশ মুসলমান-বিদ্বেষী ও একজন গোড় হিন্দু হুইয়া পড়িয়াছিলেন । সুলতান ইব্রাহিমের নিকট অবনতি স্বীকার তাহার পক্ষে অসহ্য হইয়াছিল। বিশেষতঃ পুত্রকে হিন্দু করিয়া লওয়ায় সমাজে যে কিছু গোলযোগের স্বত্রপাত না হইয়াছিল এমন নছে । যাহার সভায় বরেন্দ্র ব্রাহ্মণসমাজ ও রাঢ়ীয় ব্রাহ্মণসমাজের কুলবিধি পরিবৰ্ত্তিত হইয়াছিল, বল্লালসেনের ন্তায় যিনি ব্রাহ্মণসমাজে সন্মানিত হইয়াছিলেন, হিন্দুসমাজ রক্ষায় র্যাহার চিরন্তন লক্ষ্য ছিল, এখন তিনি হিন্দু সমাজের গৌরবরক্ষার্থ অপরের হস্তে সমগ্র গৌড়ের শাসনভার অর্পণ করিয়া নিশ্চিন্ত থাকিবেন,তাই সম্ভবপর নহে। যদুর পুনরায় হিন্দুধৰ্ম্ম গ্রহণের পর রাজা গণেশ দুই বর্ষ মাত্র জীবিত ছিলেন, এই সময়ে তিনি দনুজমর্দন নামে নির্বিরোধে রাজ্যশাসন করিয়া গিয়াছেন। তাহার মৃত্যুর পর যন্ত্র হিন্দু আত্মীয়গণের পরামর্শে প্রথমে মহেন্দ্রদেব নামে সিংহাসনে অভিষিক্ত হন ও দ্র। প্রচার করেন। কিন্তু অল্প দিন পরেই তিনি মুসলমান ধৰ্ম্ম গ্রহণ ও সুলতান তাজিমের কণ্ঠা আসমানতারাকে বিবাহ করেন। কুলগ্রন্থে যত্ন ইসলাম ধৰ্ম্ম গ্রহণ করায় তাহার নামের শেষে ‘জাত্যস্তর’ লিখিত আছে, তৎপরবর্তী পুরুষের নাম কুলগ্রন্থে নাই । • Coins and Chronology of the Early independent Sultans of Bengal, by Nalinikanta Bhattasali, p, 1 15–122.