পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਿੲੀਕ਼ ਬਣੇਖੋ বটমিত্রবংশ – রূপচন্দ্র ও শুকদেবের ধর। ( নন্দনপুর ও বড়রার মিত্রবংশ ) বটমিত্রের পরিচয় পূৰ্ব্বেই লিখিত হইয়াছে । বটমিত্রের বংশ চোঁদখানি গ্রামে বাস করিয়া ছিলেন, তন্মধ্যে বড়র একটা ! ময়নাডালের মিত্র ঠাকুরদিগের বিবরণ মধ্যে শুকদেব মিত্রের ব্যাধি আরোগ্যের কথা উল্লেখ করা হুইয়াছে । উক্ত শুকদেব মিত্র বড়রা গ্রামে বাস করিতেন ও রাজনগরের রাজার অধীনে কাৰ্য্য করিতেন । ধ্যাধিগ্রস্ত হইয়। ময়নাডালের মিত্র ঠাকুর মহাশয়ের নিকটে যান, তথায় মহাপ্রভুর কৃপায় ব্যাধি হইতে মুক্তিলাভ করেন । পুনরায় উপার্জন করিয়া প্রথমে যাহা পাইবেন তাহ মহাপ্রভুকে সমর্পণ করিবেন এইরূপ সঙ্কল্প করিয়া তিনি রাজনগরে ফিরিয়া যান ও তথায় গিয়া সৈন্তদের সুবাদারের হিসাব নিকাশ করিয়া DDDSBBS BB BB S BB BBB BBBBBB BB BBB BBB BBB B BBBB BBB আরম্ভ করেন । ক্রমশঃ তাহ সুসম্পন্ন হয় । উক্ত মন্দির প্রথমবারে গুরুপ্রসাদ মিত্র একক, দ্বিতীয়বারে গুণমসুন্দর মিত্র সকল শরীকের সাহায্যে, ও তৃতীয়বারে বনওয়ারিলাল মিত্র শরীকগণ সহ সন ১৩১৯ সালে মেরামং করাইয়াছিলেন । ( নিম্নে বংশলত দেওয়া হইল ) নন্দনপুর ও বড়রার মিত্রবংশ মগধদেবের সন্তান ৯ বটমিত্ৰ ( ৪ পৃষ্ঠাস পূৰ্ব্বপুরুষ ) ১০ টিকায়ং মগধদেব মহাদেব ১১ কিনুমিত্র, সুত১২পরাশর, মৃত১৩ ভগবান ১৪ রামকৃষ্ণ জয়কৃষ্ণ ১৫ রূপচন্দ্র মদনমোহন ১৫ শুকদেব ১৫ নীলাম্বর পুত্র পুত্র i ১৬ জুমদর T-T ১৬ পঞ্চানন শঙ্কর ——t } ১৭ রুদ্রনাথ কৃষ্ণনাথ ১৭ ভাগবত —————— । | দিননাথ ১৮ বেণীমাধব গঙ্গানারায়ণ গোবিন্দ ১৮গণেশ গুণাকর গুরুদত্ত | 飘 গোপীনাথ T« গোপীনাথ T«T | ১৯ ঈশ্বর রাজচন্দ্র ১৯ত্ৰজনাথ ভোলমাথ মায়নাথ | (দত্তক, নন্দনপুর) ২০শিবচন্দ্র + t | - * . ২০ ধনপতি রত্নপতি কমলপতি গোরাচীদ_ | | } | (শম্ভনিয়া পূর্ণিয়া) রাখালচন্দ্র মণীন্দ্র গোকুল শশী f ২১ হরিশচন্দ্র কেবলকৃষ্ণ . হরববল্লভ ধৰ্ম্মনারায়ণ i ক4দন ২১ দিনমণি, ২৩ ইন্দ্রচন্দ্র