পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(zo বঙ্গের জাতীক্স ইতিহাস [ ৩য় অপjয় । করিয়া সবরেজিষ্টারের পদে নিযুক্ত করেন। প্রতাপনারায়ণ যাবজীবন উক্ত পদে কৰ্ম্ম कद्रेिग्नांछ्रुिलन । প্রতাপনারায়ণ রায়পুরের সিংহবংশ কলিকাতার ভূতপূৰ্ব্ব কালেক্টর রায়বাহাদুর চন্দ্রনারায়ণ সিংহের কন্যাকে বিবাহ করিয়াছিলেন। র্তাহার একমাত্র পুত্র দ্বিজেন্দ্রনারায়ণ রায় এক্ষণে ডাহাপাড়ার রাজবাড়ীতে বাস করিতেছেন। দ্বিজেন্দ্রনারায়ণের একমাত্র পুত্র কুমারেন্দ্রনারায়ণ য়ার | ডাহাপাড়ার বাটীর সীমানা মধ্যে সম্প্রতি অধিকাংশই মালের সামিল হইয়া কালেক্টরী মালগুজারি ধার্য্য হইয়াছে । অল্পই (৩৫/৩ বিঘা ) নিষ্কর রহিয়াছে। কুমীর প্রতীপনারায়ণ উক্ত সম্পত্তি দেবোত্তর করিয়া গিয়াছেন । কুমার দ্বিজেন্দ্রনারায়ণের বর্তমান আয়—(১) ডাহীপাড়ীর বাড়ীর সমান ভূমির উৎপন্ন। (২) ভাওয়ালের রাজার নিকট হইতে প্রাপ্য লাট গোবিন্দ রায় নিষ্কর মহালের পত্তনীর মালগুজারি ৭৬/১০ শালিয়ান । (৩) জেলা মালদহ পরগণে সেরসাবাদ মধ্যে মৌজা কাঞ্চনবাগ, গৌরীনাথপুর ও গৌরীশঙ্করপুর মহাল ও নিষ্কর ভূমি দেবোত্তর রহিয়াছে। শিবগঞ্জ পুখুরিয়া গ্রামে বঙ্গাধিকারীদ্বিগের পূর্ব বাসস্থানের যে ধ্বংসাবশেষ রহিয়াছে, ভারতের কীৰ্ত্তিরক্ষক বড়লাট লর্ড কর্জন সাহেব তাহ রক্ষা করিবার ব্যবস্থা করিয়া গয়াছে। ডাহাপাড়ার বঙ্গাধিকারীদের বাড়ী সম্প্রতি ভগ্নস্ত,প ও জঙ্গল পরিণত হইয়ছে। সদর সেউড়ীর দক্ষিণ পার্থে একটী পুরাতন ঘর ছিল। উক্ত ঘরে এককালে বৰ্দ্ধমানের মহারাজ রাজস্বদীয়ে কয়েকদিন আবদ্ধ ছিলেন বলিয়া প্রবাদ রহিয়ছে। কুমার দ্বিজেন্দ্রনারায়ণ রায় এক্ষণে উক্ত ঘরটি বাসোপযোগী করিয়া লইয়া কোনও রূপে দিনপাত করিতেছেন ।