পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বামিত্র গোত্র মিত্রবংশ উত্তররাঢ়ীয় ক{য়স্থকাণ্ড Noa ও বিহিপুর। জেলা সাওতাল পরগণা-মাথাকেশ ও ধনবৈ । জেলা যশোর—মবারকপুর ও ভাটপাড় । জেলা পূর্ণিী— বিজৌলী ও রামপুর । জেলা মেদিনীপুর - নারিট । জেলা মালদহ-নাজিরপুর, খাসকোল, যদুপুর ও খিদিরপুর। জেলা দিনাজপুর—ঘাসিপাড়া ও করুইবাড়ী। জেলা বাঁকুড়— বৈতল । জেলা নদীয়া- গড়গাড়ী । রঙ্গ মিত্র কুড় মগ্রাম জেলা বীরভূম - কুড় মগ্রাম, জগধরী, পাইকপাড়া ও যাজিগ্রাম । জেলা পূর্ণিয়া-আজিমনগর । মহাদেব মিত্র খাজুরডিহি জেলা বৰ্দ্ধমান—কড়ই, ঘী, মুস্তল, রামনগর, গোস্বামীখণ্ড ও চুরপুনী । জেলা মুর্শিদাবাদ–পাহাড়পুর, ডাহাপাড় ও বেওয়া । জেলা বীরভূম-সীতারামপুর হেতমপুর, রাইপুর, রূপপুর, মুদিপুর ও কুড় মসী | জেলা ভাগলপুর— মস্কন বরারিপুর । জেলা হাবড়া--রামেশ্বরপুর। জেলা মুঙ্গের— পিপর, গৌরীপুর ও লক্ষ্মণপুর । জেলা মালদহ-বাচামারী ও পুখুরিয়া। জেলা বাকুড়া-চোঞানল । দেশ মিত্র কালুহা জেলা বীরভূম-কালুহা, োণারকুণ্ড, ধলাশীন, মাড় কোল, টকরবেত, কুড়মস ও কুসুমাত্র। জেলা মুর্শিদাবাদ– ঘোড়শাল ও খৈরাটী। জেলা সাঁওতাল পরগণা--গোয়ালখেরি ও একতাল। জেলা দিনাজপুর—আলিগড় ও খামরুয়া । জেলা মালদহ-অৈিহ, গোপালপুর, নিমাসরাই ও যদুপুর । রুদ্র মিত্র হিলোড়। জেলা মুর্শিদাবাদ-হিলোড়া ।