পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ֆԳԵր বঙ্গের জাতীয় ইতিহাস [ 8ं बश्चाग्नःि । যে স্থান হইতে এই তামশাসন প্রদত্ত হইয়াছে, সেই জয়স্কন্ধাবার উক্ত তাম্রশাসনে SBBBBBSS BBB BBB S BB BBBBB BB BBBB BBBBBBB BBB অপভ্রংশ। এই স্থানে লাট কায়স্থগণের অভু্যদয় হইয়াছিল বলিয়া ‘কায়স্থাবতার', পরে তাঁচাই সংক্ষেপে ‘কায়াবতার’ নামে পরিচিত হইয়াছে । এই কায়াবতারের তাম্রশাসনে লিথিত আছে যে, স্ত্রকর্ণকুলোৎপন্ন রাজা জয়ভট কোরিল্লাপাটকের অন্তর্গত সমীপদ্রক গ্রাম ৪৫৩ চেদি সম্বতে { ৭০৬ খৃষ্টাব্দে ) ব্রাহ্মণকে দান করিতেছেন। কোরিয়ার বর্তমান নাম ‘কোরল (ইহা ভারত চাইতে ১৬ মাইল উত্তরপূৰ্ব্বে ) নৰ্ম্মৰানদীর উত্তর কুলে অবস্থিত।” নৰ্ম্মদীতীরস্থ এই কোরিল্লাপাট উত্তররাষ্ট্র। কুলগ্রন্থে সম্ভবতঃ কর্ণাল বা কর্ণালি নামে পরিচিত হইয়াছে। যে সময়ে প্রাচ্যভারতে কর্ণসুবর্ণপ্রতিষ্ঠাতা রাজা কর্ণসেনের বংশধরগণ আধিপত্যবিস্তার করিতেছিলেন, প্রতীচ্যভারতেও বা লাটের কায়স্থ-সমাজে সেই সময়ে মহারাজ ঐকর্ণের অভু্যদয় । ইহার নাম ও বংশ পশ্চিমভারতে সমধিক প্রসিদ্ধিলাভ করিয়াছিল বলিয়াই তাহার আ স্ট্রীয় স্বজনগণ সকলেই ঐ কর্ণশ্রেণী বলিয়া পরিচিত হন। তাহদের সহিত মঙ্গরাজ সূর্যঘোষ-বংশধরগণ সম্বন্ধস্থত্রে আবদ্ধ হইয়াছিলেন বলিয়াই সোমঘোষ ‘শ্ৰীকণন্ত কুলামুগঃ’ বলিয়া পরিচিত হইয়াছেন। . Aళః ” যে নবসারিক বা নেীসারি শ্রীক4 একটী প্রধান শাসনকেন্দ্র বলিয়। গণ্য ছিল, সেই স্থান হইতে আবিষ্কৃত ৭৩৮ میان হইতে জানিতে পারি যে, তাজিক বা আরবগণের আক্রমণে এখানকার গুর্জর বংশধ্বংস হয়।” এই সময়েই শ্ৰীকৰ্ণবংশীয়েরা নানা স্থানে ছড়াইয়া পড়েন । * জিনসেনের হরিবংশ উদ্ধৃত করিয়া দেখাইয়াছি যে ৭০৫ শকে ৭৮৩ খৃষ্টাব্দে ) সৌৰ্য্যগণের অধিরাজ বীরবরাহ পশ্চিমভারত শাসন করিতেছিলেন” । শ্ৰীকৰ্ণ ও স্বৰ্য্যঘোষের বংশধরগণও কুলগ্রন্থে স্বৰ্য্যভক্ত বা সৌর বলিয়া পরিচিত হইয়াছেন । I পশ্চিমভারতের পুরাতত্ত্ব আলোচনা করিলে জানা যায় যে, যে সকল স্থানে শ্ৰীকৰ্ণ ও তাহার বংশধরগণ এবং স্বৰ্য্যঘোষ এক সময়ে শাসন বিস্তার করিয়াছিলেন, খৃষ্টীয় ৮ম শতাব্দী হইতে সেই সকল স্থান রাষ্ট্ৰকুট-নৃপতিগণের অধিকারভুক্ত হইতে থাকে। র্তাহীদের প্রভাব মুদুর উত্তরভারতেও পৌঁছিয়া ছিল, তাহদের বাহুবল একাধিকবার উত্তরভারতের প্রধানকেন্দ্র কান্তকুজঙ্গয়ে নিযোজিত হইয়াছিল। রাষ্ট্রকুটপতি (**) Indian Autiquary, Vol. XVIII. p. 176, (**) Dr. Fleet's Kamarese Districts (in Bombay Gazetteer Vol. I. pt ii. p. 314.) (**) Dr. Fleet's Kanarese Districts, p. 316. (৭) এই পুস্তকের ১৭৬ পৃষ্ঠ ভ্রষ্টব্য।