পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नूझ-बांबवत्वं । ] রাজন্য-কাণ্ড 'షిఫి ধ্ৰুষ্ণ অকালবর্ষ ৭৯৭ শকে সিংহাসনে অভিষিক্ত হন।" তাহার অধিকারকালে বিরচিত জিনসেনের আদিপুরাণে লিখিত আছে, অকালবর্ষের অত্যুচ্চ গজরাজির মদম্রোতের সঙ্গমে গঙ্গাবারিও কলঙ্কিত হইয়াছিল, সেই কটু জল পান করিয়া তাছাদের তৃষ্ণ निशब्रिङ झ्म्न नाहे ।' हेशदङ भएन क्ष्म्न ८रु, श्रंत्रो७थयोश्डि डेखङ्ग-ज्रोन्नज्र जम्न कब्लिग्नो७ রাষ্ট্রকূটপতি আকাঙ্গর্ষের রণতৃষ্ণ দূর হয় নাই। গাঙ্গাপ্রদেশ-জয়কালে রাষ্ট্রকূটপতির সঙ্গে সিংহ ও ঘোষবংশীয় সামন্তগণও আসিয়া থাকিবেন। কুলগ্রন্থে অনাদিবরসিংহের । পূৰ্ব্বপুরুষগণের “রাণী” উপাধি এবং তাহদের শৌর্য্যবীৰ্য্যপ্রকাশের পরিচয় হইতে আমরা ইহার আভাস পাইয়াছি।-সম্ভবতঃ যে সময় উত্তরভারতে আয়ুধ, হৈহয়, রাষ্ট্রকুট ও গুর্জর-প্রতিহার বংশে পরস্পর-প্রতিযোগিতায় প্রাধান্তরক্ষার জন্ত দারুণ সমরানল জলিয়া উঠিয়াছিল, সেই সময়ে সৌভাগ্যান্বেষণে ঘোষ ও সিংহবংশ দক্ষিণাত্য হইতে অযোধ্যা প্রভৃতি তীর্থকেন্দ্র হইয়া কান্তকুজে আগমন করেন । ষে সময়ে তাহার কান্তকুজে উপস্থিত হন, তৎকালে যিনি কান্তকুজের সিংহাসনে সমাসীন ছিলেন, কুলগ্রন্থে তিনিও আদিপুর নামে কীৰ্ত্তিত হইয়াছেন । বাস্তবিক তৎকালে গুর্জরবংশাবতংশ ‘আদিবরাহ উপাধিধারী ভোজদেব কান্তকুক্তের সিংহাসন উন্মুল কুরিতেছিলেন।” এই আবিরাহই বহুপরবর্তী কালে অথবা লিপিকর-প্রমাদে উত্তররাঢ়ীয় స్క్లా আদিশূর’ নামে লিপিবদ্ধ হইয়াছেন। সিংহ ও ঘোষ ব্যতীত মোগল্য দাস, ్వు মিত্ৰগণের বীজপুরুষের আদিবাস সম্বন্ধে ‘ডাক’ বা ডাকরি प्रख, मोन ७ धिप्झग्न श्रक्रिग्न নামক সুপ্রাচীন কারিকায় লিখিত আছে— “বাৎস্ত সোঁকালীন দোহে অযোধ্যাগমন । মথুরায় ঘর কৈল মোগলানন্দন ॥ বটগ্রামে বিশ্বামিত্র করি নিকেতন । হরিহর গ্রামে ছিল কাশুপনমান ॥” ( শুমদাসী ) উক্ত স্বপ্রাচীন খামদাসী ডাক হইতে মনে হয় যে, মোগল্য পুরুষোত্তম, বিশ্বামিত্র স্বদর্শন ও কাশুপ দেব দত্ত বাৎস্ত সিংহ ও সোঁকালিন ঘোষবংশের স্তায় উত্তরপশ্চিম ঘূরিয়া আসেন। তাহাদের যথাক্রমে মথুরা, বটগ্রাম ও হরিহর গ্রামে প্রথম বাস নির্দিষ্ট হইয়াছিল। সম্ভবতঃ পঞ্চজনকেই উত্তরপশ্চিমবাসী প্রতিপন্ন করিবার জন্য আধুনিক কুলগ্রন্থে শেষোক্ত মিত্র ও দত্তবংশকেও মায়াপুরী বা হরিদ্বারবাসী বলা হইয়াছে। এদিকে কুলাচাৰ্য্য পঞ্চাননের সংস্কৃত কুলকারিকায় কোলাঞ্চ হইতে পঞ্চজনের রাঢ়াগমন নির্দিষ্ট হইয়াছে। (**) Journal Bombay branch Royal Asiatic Society, Vol. X. p. 2co. (૧૨) “क्छख्त्रबडक्रज निबननप्याडविनीनत्रम फ्नांवर पांजिंकजकिठ* कई बूहः नैोग्रां★ाश्रब्रहङ्कवः ।” (त्रिनयनरमब्र जांत्रिशूब्रां५) (**) Vincent A. Smith's Early History of India, 2nd ed., p. 351. ን›ዊ