পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদি কায়স্থ-সমাজ ।] রাজন্য-কাণ্ড 8% ইহার চতুঃসীমা এইরূপ—পূর্কে পিশাচপর্কট, দক্ষিণে বিষ্ঠাধর জোটকা, পশ্চিমে চঞ্জচম্পকোটকেন, এবং উত্তরে গোপেজচোরক গ্রামসীমা ।” উপরে যে চারিখানি তাম্রশাসনের পরিচয় দিলাম, তাহ হইতে আমরা বেশ বুঝিতে পারিতেছি যে, প্লাদিত্য, গোপচন্দ্র ও সমাচারদেব এই তিন ব্যক্তি মহারাজাধিরাজরূপে পরিচিত হুইলেও মণ্ডল ( প্রদেশ ) বা বিষয় (জেলা )-শাসনকার্য্যে র্তাহারা নিরপেক্ষ ছিলেন। প্রাজেশিক শাসনকৰ্ত্ত উপরিকগণই তাহার অধিকারে সৰ্ব্বেসৰ্ব্ব ছিলেন, এই উপরিকগণও नभम्ल जमग्न *प्रशंद्रांछ” উপাৰুি ব্যবহার করিতেন, তাহা আমরা ধৰ্ম্মাদিত্যের সমকালে তদধীন মহারাজ স্বাণুত্তের নাম হইতেই জানিতে পারিতেছি। এদিকে ধৰ্ম্মাদিত্যের অপর তাম্রশাসনে নাগদেব তাহার ‘মহাপ্রতিহারোপরিক বলিয়া পরিচিত হইয়াছেন। উভয় তাম্রশাসন আলোচনা করিলে ‘মহাপ্রতিহারোপরিক ও মহারাজ ইট ভিন্ন উপাধি হইলেও দুইটীর তুল্য অধিকার ছিল বলিয়া প্রতিপন্ন হইবে। মহারাজাধিরাজ ধৰ্ম্মাদিত্যের সময় যে নাগদেব ‘মহাপ্রতিহারোপরিক’ বলিয়া পরিচিত ছিলেন, মহারাজাধিরাজ গোপচত্রের সময় সেই নাগদেবই ‘মহাপ্রতিহারব্যাপারান্তান্ধত মূলক্রিয়ামাতা-উপরিক বলিয়া পরিচিত হইয়াছেন। ‘মূলক্রিয়ামাতা’ শব্দ দ্বারা নাগদেব যে মহারাজাধিরাজ গোপচত্রের সর্বপ্রধান মন্ত্রী ও উপরিক বা সকলের উপর প্রধান কৰ্ম্মাধ্যক্ষ ছিলেন, তাহাও জানা যাইতেছে। মহারাজাধিরাজ সমাচারদেবের আধিপত্য-কালে জীবদ্যুত্ত ಸ. সুবর্ণবীথির অধ্যক্ষ ও · অন্তরঙ্গোপরিক অর্থাৎ গুপ্তমন্ত্রণাসচিবগণের মধ্যে সৰ্ব্বোপরি ছিলেন। প্রকৃত প্রস্তাবে এই উপরিকগণ প্রাদেশিক শাসনকর্তা (Divisional Commissioner) qqo $fota অধীন বিষয়পতিগণ জেলার মাজিষ্ট্রেটের তুল্য ছিলেন। এই তাম্রশাসনের সমকালে পূর্ববঙ্গে উক্ত বিষয়পতিগণও অসামান্ত ক্ষমতা ভোগ করিতেন। ধৰ্ম্মাদিত্যের সময় বারকমণ্ডলে জজাব এবং সমাচারদেবের সময় পবিক্রক বিষয়পতি ছিলেন। গোপচজের সময়ে কে বিষয়পতি ছিলেন, তাছা জানা যায় নাই, সম্ভবতঃ এ সময়ে নাগদেবই উপরিক ও বিয়পতি । উভয়ের কার্য্য নিৰ্ব্বাহ করিতেন। অধিকরণ বা শাসনবিভাগে মহারাজাধিরাজ ধৰ্ম্মাদিত্য ও গোপচন্দ্র উভয়ের সময়েই জ্যেষ্ঠ-কায়স্থ নয়সেন প্রধান আধিকরণিক বা বিচারপতি ছিলেন। মহারাজ সমাচারদেবের সময়ের তাম্রশাসনে দামুক জ্যেষ্ঠাধিকরণিক বলিয়া পরিচিত হইয়াছেন। ধৰ্ম্মাদিত্য ও গোপচত্রের তাম্রশাসনে যেমন অধিকরণিক নরসেনকে জ্যেষ্ঠ কামৰ বলা হইস্বাছে, সমাচারদেবের তাম্রশাসনে সেইরূপ দামুকের পূৰ্ব্বে জ্যেষ্ঠাধিকরণিক শব্দ রছিয়াছে, এরূপ স্থলে 'জ্যেষ্ঠ-কায়স্থ ও জ্যেষ্ঠাধিকরণিক একই পৰ্য্যায়বাচী হইতেছে। পরবর্তী শাসনপত্রের লেখক বা সান্ধিবিগ্রহিক কারন্থগণ বহুস্থলে 'শ্ৰীকরণিক’ ও ‘করণিক ঠক্কুর বলিয়া পরি চিত হইয়াছেন। তাহদের মধ্যে র্যাহার বয়োজ্যেষ্ঠ ও বিচারবিভাগে শ্রেষ্ঠ ছিলেন, তিনিও জ্যেষ্ঠাধিকরণিক বা কেবল অধিকরণিক বলিয়া পরিচিত হইয়াছেন। এতদ্ভিয় উক্ত তিন মহাDBBDD DBBB DDS BBS BBS BBS BBS BBS BBS BBS BBS BBS