পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Αϊν वट्जेन्न छोडौग्न हैठिशंज . [४३ जर्श।ि বুঝিতে পারিতেছি, কর্ণসুবর্ণপতি শশাঙ্কের সময় দেবখঙ্গ এবং তৎপূর্কে তাহার পিত জাতখড়গ সমতট প্রদেশ শাসন করিতেন। শশাঙ্কদেবের সমতটপতির বিরোধের সংবাদও এ পর্য্যস্ত পাওয়া যায় নাই । শশাঙ্কদেবের মৃত্যুর পর কে তাহার উত্তরাধিকার লাভ কW.A, এখনও পর্য্যন্ত তাহার ঠিক । সন্ধান পাওয়া যায় নাই। তবে তাহার অনুরক্ত মহাসামন্তৰ্গীশলবংশীয় রাজন্তগণ র্তাহার পূৰ্ব্বাধিকার উদ্ধারে যে যথেষ্ট সচেষ্ট ছিলেন, তাহার কত কতক ক্ষীণ আভাষ পাওয়া গিয়াছে। রঘোলি হইতে প্রাপ্ত তাম্রশাসনে লিখিত আছে,"র্যলবংশতিলক শ্ৰীবৰ্দ্ধন নামক নৃপতির সোঁবৰ্দ্ধন নামে একপুত্র ছিলেন, সোঁবৰ্দ্ধনের তিন পুত্ৰ জন্মে, তন্মধ্যে শৌর্য্যেবীর্য্যে অদ্বিতীয়, শত্রুবিদারণপটু একপুত্র পুওরাজকে নিহত করিয়া সমস্ত পুওদেশ স্বীয় অধিকারভূক্ত করিয়াছিলেন।” সেই পোওজিৎ বা পুণ্ডাধিপের নাম উক্ত তাম্রশাসনে প্রকাশ নাই। নেপাল হইতে আবিষ্কৃত দ্বিতীয় জয়দেবের শিলালিপিতে লিখিত আছে, রাজা জয়দেব ভগদত্তবংশীয় গৌড়েীড়াদিকলিঙ্গ-কৌশলপতি হর্ষদেবের কস্তা রাজ্যমতীর পাণিগ্রহণ করেন।” যিনি গৌড়োভূকলিঙ্গ-কৌশলপতি বলিয়া উক্ত হইয়াছেন, তিনি কখনই একজন সামান্ত নৃপতি ছিলেন না । ভগদত্তবংশীয় বলিয়া পরিচয় থাকায় তাহাকে আমরা কামরূপপতি ভাস্করবর্মার বংশসস্তুত বলিয়া মনে করি। পূৰ্ব্বেই জানাইয়াছি, এক সময় ভাস্করবর্মী কর্ণসুবর্ণে আধিপত্য বিস্তার করিয়াছিলেন, পুণ্ডবৰ্দ্ধনেও তাহার আধিপত্য বিস্তৃত হইয়াছিল, সন্দেহ নাই। ৬৪৮ খৃঃ অবাে সম্রাটু হর্ষবৰ্দ্ধনের মৃত্যুর পর যখন তাহার সাম্রাজ্য মধ্যে নানাদিকে বিপ্লব উপস্থিত হইয়াছিল, তাহার সেনাপতি যখন তাহার নিকট অবমানিত হইয়া তিব্বতে ফিরিয়া গিয়া ভোটসৈদ্য লইয়া আসিয়া তাহাকে বন্দী করিয়া লইয়া যান, এই সুযোগে যখন মগধাধিপ আদিত্যসেন বা তাহার বংশধর সমস্ত প্রাচ্যভারত অধিকার করিয়া মহারাজাধিরাজ পরমভট্টারক উপাধি গ্রহণ করিয়াছিলেন, তৎকালে প্রাগজ্যোতিষাধিপতি তাস্করবর্শাও হর্ষদেবের সেনাপতি রাজাপহারী অর্জন অরুণাশ্বকে পদচ্যুত করিবার জন্ত চীনযুতকে যথেষ্ট সাহায্য পাঠাইরা ছিলেন। এ সময়ের চীনগ্রন্থে ভাস্করবর্ম প্রাচ্যভারতের অধীশ্বর বলিয়া অভিহিত হইয়াছেন।” সম্ভবতঃ যে সময়ে হর্বের সেনাপতি বলপূর্বক হর্বের সিংহাসন অধিকার করেন, সেই সুযোগে ভাস্করবর্ণাও প্রাচ্যভারতে আধিপত্য বিস্তারে নিশ্চিন্ত ছিলেন DBDS BB DD D S DBB BBBBBB BBBB DBBB BBDD BDD D BBB BBB আধিপত্য বিস্তারে সমর্থ হইয়াছিলেন, সন্দেহ নাই। কলিঙ্গে অথবা কোশলে তাহার গছিত শৈলবংশের ঘোরতর যুদ্ধ হইয়াছিল, প্রখম প্রথম তিনি কলিজ ও কোশলবিজয়ে (•) Epigraphia Indica, Vol. IX, p. 44. (•») Indian Antiquary, Vol IX. p. 178. (**) Vincent A. Smith's Early History of India, (2nd ed.) p. 327