পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१० বঙ্গের জাতীয় ইতিহাস [ દેવજી-જ્ઞtહ শতাব্দীতে ফা-হিএন যখন ভারতের নানা স্থানে পৰ্যটন করিয়া বেড়াইতেছিলেন, তখন তাহার স্বদীর্ঘ প্রবাসকালে মঞ্চে কখনও কেহ একটি কাণ কড়িও অপহরণ করে নাই। কিন্তু সম্রাট হর্যের লম্বন্ধে ধীৰস্থাত হইতেছিল। পথিমধ্যে চীনপরিব্রাজক হিউএন্‌সিয়ঙ্গের এখীর পুষ্ঠিত হইয়াছে। চরিত্রহীনতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শাস্তির কঠোরতারও বৃদ্ধিক্টেছি - ড়েছিল। পূৰ্ব্বে যেমন সাধারণতঃ অর্থও করা হইত, এখন সেইরূপ সাধারণতঃ ৰস্থ চলিয়াছে। কারাদণ্ডে দণ্ডিতদিগের জীবন শৃগালকুকুরের জীবন অপেক্ষা {ঙ:পা নাক কাণ প্রভৃতিও কাটিয়া ফেলা হইত। পিতামাতার প্রতি কৰ্ত্তব্য জন্তও অনেক সময় এইরূপ শাস্তির ব্যবস্থা ছিল । তবে বিচারক ইচ্ছা করিলে চর দণ্ডের পরিবর্তে নিৰ্ব্বাসনদওও বিধান করিতে পারিতেন। ক্ষুদ্র ক্ষুদ্র অপঅর্থদণ্ড করা হইত। সত্যতানিৰ্দ্ধারণের জন্ত অনেক সময় অগ্নি, জল ও বিষকঠোর পরীক্ষার অবতারণা করা হইত। জার সম্বন্ধ এ সময়ও বড় মুন্দর ছিল । রাজার কতকগুলি খামার জমি কুঁজমিতে উৎপন্ন শস্তর একাংশ মাত্র রাজা করম্বরূপ গ্রহণ করিতেন। প্রজার উপর ধৈর্য্যসকল কর স্থাপন করা হইত, তাহাদিগের মোট গুরুত্বও অতি সামান্ত ছিল । ঃিশ্রমিকে রোগীদিগকে চিকিৎসা করিতেন । সহরে ও গ্রামে গ্রামে পান্থশালা অনাথ অভাব ছিল না। - - দু, বৌদ্ধ ও জৈন সকল ধৰ্ম্মেই সমদৰ্শী ছিলেন। বিভিন্ন সম্প্রদায়ের জন্ত প্লক্সাটু প্রকৃতিপুঞ্জের ধৰ্ম্মাচরণের পথ সুগম করিয়া দিয়াছিলেন । রাজা হইতে স্বাধীনভাবে ধৰ্ম্মমত গঠন ও পোষণ করিতে পারিতেন। রাজপরিবারেই *... : প্রভাকরবর্দ্ধন একজন নিষ্ঠাবান স্বৰ্য্যোপাপুর্বপুরুষ পরম শৈব ছিলেন ; তিনি অন্ত এপ্তি এগাঢ় অনুরক্ত ছিলেন। সম্রাটু হর্ষবৰ্দ্ধন নিজে প্রথম অবস্থায় পরম শৈব ছিলেন ; কিন্তু