পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অংশ । ] বৈশ্ব-সাম্রাজ্য ー、? 。 ছিল, কিন্তু তৎপরে মহিমুরের হোয়শল বংশের বীর বল্লালরাজের অভু্যদয়ে চালুক্যরাজ্য বিলুপ্ত হইবার উপক্রম হয়।• : , সিউএল সাহেব লিখিয়াছেন, ১১৮৯ খৃঃ অব্দের পর অীর প্রতীচ্য চালুক্যের নামগন্ধ শুনা যায় না। কিন্তু বোধ হয় যে তখনও প্রতীচ্য চালুক্যবংশ এককালে বিলুপ্ত হয় নাই । ৩৬৬ শকাঙ্কিত একখানি তাম্রশাসনে কল্যাণপুরাধীশ্বর বীর নোণম্বের নাম পাওয়া যায়। কিন্তু ৩৬৬ শকে কল্যাণপুরে কোন চালুক্যের রাজধানী ছিল না, বিশেষতঃ ঐ শাসনপত্রের লিপি আধুনিক বলিয়াই বোধ হয়। এরূপ স্থলে উক্ত শকাঙ্ক সম্ভবতঃ চালুক্যবিক্রমবর্ষেরই হইবে। যদি এ অনুমান প্রকৃত হয়, তাহা হইলে ১৩৬৩ শকেও কল্যাণপুরে বীর নোণস্ব রাজত্ব করিতেছিলেন। অপর পর পৃষ্ঠায় প্রতীচ্য চালুক্যরাজবংশাবলী প্রদত্ত হইল । পূর্বকথিত চালুক্যবংশ হইতেই প্রাচ্য চালুক্যবংশের উৎপত্তি। যে সময়ে বাদামি ও কল্যাণের চালুক্যরাজগণ দাক্ষিণাত্যের পশ্চিমাংশে আধিপত্য বিস্তার করিয়াছিলেন, সেই সময়ে বেঙ্গীরাজ্যে প্রাচ্য চালুক্যগণ আধিপত্য বিস্তার করিতেছিলেন। দাক্ষিণাত্যের পূর্ব অংশে ইহার রাজত্ব করিতেন বলিয়া প্রাচ্যচালুক্য নামে অভিহিত করিলাম । হর্ষবিজেতা পুলিকেশি সত্যtশ্রয়ের অনুজ কুজবিষ্ণুবৰ্দ্ধনই প্রাচ্য চালুক্যবংশের আদিপুরুষ । * . পুলিকেশি সভ্যাশ্রয়ের আধিপত্যকালে বিষ্ণুবৰ্দ্ধন যৌবরাজ্যে অভিষিক্ত হইয়াছিলেন এবং চালুক্যসাম্রাজ্যের পূর্ব অংশ জ্যেষ্ঠের অধীনে শাসন করিতেন। অবশেষে তিনি বেঙ্গীরাজ্য অধিকারপূর্বক স্বাধীনভাবে রাজত্ব করিতে থাকেন। র্তাহার ও তদ্বংশীয় নরপতিগণের শত শত অনুশাসনলিপি আবিষ্কৃত হইয়াছে । বাদামি ও কল্যাণের চালুক্যরাজগণের প্রকৃত রাজ্যকালনির্ণয়ে যেরূপ অসুবিধা, এই প্রাচ্য চালুক্যবংশের তাম্রশাসনাদিতে প্রত্যেকরীজের রাজ্যকাল বিবৃত থাকায় ইহাদের প্রকৃত সাময়িক ইতিহাস উদ্ধারে সেরূপ গোলযোগ নাই । (88) “জাতঃ সুতো দোৰ্ব্বলচক্রবর্তী স্ত্রবীরবল্লাল ইতি প্রসিদ্ধঃ। স্তকারেণ পিতুঃশ্ৰিয়ং কলচুক্ষিত্রায়াং কৰ্ধতা: , যেনৈকেন পিতুৰ্বরেণ করিণ शष्टथिईडनरूिंनी Fo তঞ্চ ব্রহ্মচমুপতিং গজঘটাবষ্টন্ধসৈন্তং হঠাৎ খেনখৈরপি কেবলৈভূঞ্জভূত নির্জিত্য রাজ্যং হতম ॥” 는 প্রাচ্য-চালুক্যবংশ