পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ - - >こさ রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ (৫) প্রধান নির্বাহী কর্মকর্তা স্বীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে মেয়রের নিকট দায়ী থাকিবেন। (৬) অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করিবেন। 。 প্রধান নির্বাহী দে দুটাত বা দুটা স্থা কল আর পূর্বঃ কর্মকর্তার বিশেষ কোন ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে, কর্পোরেশনের সম্পত্তির ব্যাপক ক্ষমতা ক্ষতি সাধিত হইলে, হওয়ার সম্ভাবনা থাকিলে, অথবা জীবন বিপন্ন হইলে বা হওয়ার সম্ভাবনা থাকিলে, প্রধান নির্বাহী কর্মকর্তা তাহার বিবেচনা মতে উপযুক্ত তুরিত ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন এবং তৎসম্পর্কে তিনি অবিলম্বে কর্পোরেশন কিংবা সংশ্লিষ্ট স্থায়ী কমিটির নিকট প্রতিবেদন পেশ করিবেন, এবং উক্ত প্রতিবেদনে অনুরূপ ব্যবস্থা গ্রহণের কারণ এবং তজ্জন্য যদি কোন খরচ হইয়া থাকে, বা হইতে পারে, তাহাও উল্লেখ করবেন। അ নথিপত্রের হেফাজত ৪৬। প্রধান নির্বাহী কর্মকর্তা কর্পোরেশন ও উহার সকল কমিটির যাবতীয় থাকিবেন। So প্রধান নির্বাহী ৪৭। প্রধান নির্বাহী কর্মকর্তার কর্পোরেশন বা উহার যে কোন কমিটির কর্মকর্তার সভা সভায় উপস্থিত থাকিবার এবং উহার আলোচনায় অংশ গ্রহণের অধিকার সম্পর্কিত অধিকার থাকিবে এবং অনুরূপ কোন সভায় তিনি সভাপতির অনুমতিক্রমে কোন বিষয়ে বিবৃতি প্রদান বা ব্যাখ্যাদান করিতে পারিবেন, তবে উহাতে তাহার কোন ভোটদানের বা প্রস্তাব উত্থাপনের কোন অধিকার থাকিবে না। পদসমূহের তফসিল ৪৮। (১) প্রধান নির্বাহী কর্মকর্তা সময় সময় যে সমস্ত পদ তাহার কর্পোরেশনের নিকট পেশ করবেন। -N. (২) কর্পোরেশন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে উহার বিবেচনায় -cপ্রয়োজনীয় সংশোধনসহ, উক্ত তফসিল চূড়ান্ত করিতে এবং প্রধান নির্বাহী ং কর্মকর্তার মতামত গ্রহণ করিয়া সরকারের পূর্বে অনুমােদনক্রমে উহা সংশোধন _২১ করতে পারবে। তফসিল বহির্ভূত পদে ৪৯। ধারা ৪৮ এর অধীনে অনুমোদিত তফসিল বহির্ভূত কর্পোরেশনের নিয়োগ বাধা-নিষেধ কোন পদে কোন ব্যক্তিকে নিয়োগদান করা যাইবে না। No. निछाशनानकबी ৫০। এই আইনের বিধান ও বিধি সাপেক্ষে, এক হাজার সাত শত পচিশ কর্তৃপক্ষ টাকার উধের্ব বেতনের পদে মেয়র এবং অন্যান্য সকল পদে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগদান করিবেন।

  • "এক হাজার সাত শত পচিশ টাকার” শব্দগুলি “এক হাজার টাকার” শব্দগুলির পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন

(সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ২৮ ধারাবলে প্রতিস্থাপিত।