পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8br রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ (৪) কর্পোরেশন, নোটিশ দ্বারা, উহাতে উল্লেখিত কোন এলাকায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন শস্য উৎপাদন নিষিদ্ধ করিতে পারিবে। পুকুর ও নিম্নাঞ্চল ১৩০। কপোরেশন পকুর খনন ও পুনঃখনন এবং নিম্নাঞ্চল সমূহ পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। NON ് দশম পরিচ্ছেদ ് শিক্ষা ം് শিক্ষা ১৩১। (১) কর্পোরেশন সরকারের নির্দেশ মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ করিবে, এবং সরকারের পূর্ব অনুমোদনক্রমে নগরীতে শিক্ষার উন্নতির জন্য প্রয়োজনীয় যে কোন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করিতে পরিবে। o(২) কর্পোরেশন যে সকল প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ করিবে সেই সকল শিক্ষা (৩)কালরিস্থিলিক তিনি। (৪) কর্পোরেশন সরকারের পূর্ব অনুমোদনক্রমে নগরীতে অবস্থিত বেসরকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অর্থসাহায্য প্রদান করতে পারবে।

  • > Oবাধ্যতামূলক শিক্ষা ১৩২। আপাততঃ বলবৎ অন্য কোন আইন সাপেক্ষে, কপোরেশন নগরীতে বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তনের জন্য দায়ী থাকিবে এবং নগরীতে স্কুলে যাওয়ার বয়সী সকল ছেলেমেয়ে যাহাতে কর্পোরেশনের স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়ে লেখাপড়া

Nশিক্ষা সম্পকিত ১৩৩। কর্পোরেশনসাধারণ বিধানাবলী o (ক) ছাত্রাবাসরূপে ব্যবহারের জন্য ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করিতে SS পারিবে: Q o (খ) যোগ্যতাসম্পন্ন এবং মেধাবী ছাত্রদিগকে বৃত্তি প্রদান করিতে পরিবে: - § (গ) শিক্ষকদের প্রশিক্ষণদানের ব্যবস্থা গ্রহণ করিতে পরিবে: so (ঘ) প্রাপ্ত বয়স্কদের শিক্ষার উন্নয়নের ব্যবস্থা করিতে পরিবে: ost (ঙ) অনাথ ও গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে: (চ) বিদ্যালয়ের পুস্তকাদি ও ষ্টেশনারী দ্রব্যাদির বিক্রয় কেন্দ্র স্থাপন করিতে পারিবে: