পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ২৮৭ (২) কারবারী বা হেডম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষেত্রবিশেষে, চাকমা সার্কেলের চীফ এবং বোমাং সার্কেলের চীফ এর নিকট আপীল করা যাইবে। (৩) চাকমা সার্কেলের চীফ এবং বোমাং সার্কেলের চীফের সিদ্ধান্তের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগের কমিশনারের নিকট আপীল করা যাইবে এবং তাহার NON o তবে শর্ত থাকে যে, আপীল নিস্পত্তির পূর্বে তিনি সংশ্লিষ্ট উপজাতি হইতে § তৎকর্তৃক মনোনীত অনুন তিন জন উপজাতীয় বিজ্ঞ ব্যক্তির সহিত পরামর্শ Q করিবেন। ് o o (৪) পরিষদ প্রবিধান দ্বারা এই ধারায় উল্লিখিত বিরোধ নিম্পত্তির জন্য- & (ক) বিচার পদ্ধতি; o (খ) বিচার প্রার্থী ও আপীলকারী কর্তৃক প্রদেয় ফিস, sồ নির্ধারণ করিতে পারিবে। - & ৬৭। পরিষদ এবং সরকারের কালীর মধ্যে সময়ের প্রয়ােজন দেখা পরিষদ ও সরকারী দিলে, এতদবিষয়ে সরকার বা পরিষদ পরস্পরের নিকট সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন র সমন্বয় করিতে পরিবে এবং পারস্পরিক যোগাযোগ বা আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হইবে।] ് -ു ৬৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, পরিষদের সহিত বিধি প্রণয়নের ক্ষমতা পরামর্শক্রমে এবং সরকার গেজেট প্রজ্ঞাপনস্বর, বিধিপ্রণয়ন করতে পারবে। ~ * (২) বিশেষ করিয়া, এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা :- e$ - ت * - “ক্ষেত্রবিশেষে চাকমা সর্কেলের চীফ এবং বোমাংসার্কেলের চীফ" শব্দগুলি “রাংগামটি চাকমা চীফের" শব্দগুলির °: রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত। * “চাকমা সার্কেলের চীফ এবং বোমাং সার্কেলের চীফের” শব্দগুলি “চাকমা চীফের” শব্দগুলির পরিবর্তে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত। ধারা ৬৭ রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং আইন) এর ৩১ ধারাবলে প্রতিস্থাপিত।

  • উপ-ধারা (১) রাংগামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ৯ নং

আইন) এর ৩২ ধারাবলে প্রতিস্থাপিত।