পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VDS ఎ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও নির্বাচিত নূতন পরিষদ উহার প্রথম অধিবেশনে না বসা পর্যন্ত পরিষদ কার্য চালাইয়া যাইবে। চেয়ারম্যান ও ১১। (১) সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্ৰযোগে চেয়ারম্যান এবং করিতে পারিবেন। ് (২) পদত্যাগ গৃহীত হইবার তারিখ হইতে পদত্যাগ কার্যকর হইবে এবং> পদত্যাগকারীর পদ শূন্য হইবে। o চেয়ারম্যান ইত্যাদির ১২। (১) চেয়ারম্যান বা কোন সদস্য তাঁহার স্বীয় পদ হইতে অপসারণ অপসারনযোগ্য হইবেন, যদি তিনি- & (ক) যুক্তিসংগত কারণ ব্যতিরেকে পরিষদের পর পর তিনট সভায় অনুপস্থিত থাকেন; So o (খ) তাহার দায়িত্ব পালন করিতে অস্বীকার করেন অথবা শারীরিক বা N (গ) অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের দোষে দোষী হন অথবা পরিষদের কোন অর্থ বা সম্পত্তির কোন ক্ষতি সাধন বা উহা আত্মসাতের জন্য দায়ী হন। O ব্যাখ্যা।- এই উপ-ধারায় অসদাচরণ বলিতে ক্ষমতার অপব্যবহার, দুনীতি, স্বজনপ্রীতি ও ইচ্ছাকৃত কুশাসনও বুঝাইবে। (২) চেয়ারম্যান বা কোন সদস্যকে উপ-ধারা (১) এ বর্ণিত কোন কারণে তাহার পদ হইতে অপসারণ করা যাইবে না, যদি না বিধি অনুযায়ী তদুদ্দেশ্যে আহুত পরিষদের বিশেষ সভায় মোট সদস্য সংখ্যার অনূ্যন তিন চতুর্থাংশ ভোটে তাহার অপসারণের পক্ষে প্রস্তাব গৃহীত হয় এবং প্রস্তাবটি সরকার কর্তৃক -3অনুমোদিত হয় : s তবে শর্ত থাকে যে, উক্তরুপে সিদ্ধান্ত গ্রহনের পূর্বে চেয়ারম্যান বা উক্ত o দান করিতে হইবে। N § (৩) উপ-ধারা (২) অনুযায়ী সিদ্ধান্ত অনুমোদিত হইলে চেয়ারম্যান বা উক্ত CŞ সদস্য তাহার পদ হইতে অপসারিত হইয়া যাইবেন। (৪) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, এই ধারা অনুযায়ী অপসারিত কোন ব্যক্তি পরিষদের অবশিষ্ট মেয়াদের জন্য কোন পদে নির্বাচিত হইবার যোগ্য হইবেন না।