পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/৪৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থ আইন, ১৯৮৯ 886: শর্ত থাকে যে, ($) Income Tax Ordinance, 1984 (XXXVI of 1984) 4* SIXTH SCHEDULE ES PART “B” EH Paragraph 1 হইতে 14, 17, 18 এবং 20 অনুযায়ী প্রদত্ত কর অব্যাহতি (কিছু থাকিলে) মোট আয় হইতে বাদ দেওয়ার পূর্বে মোট আয় যদি ৩৬,০০০ টাকার অধিক না হয়, তাহা হইলে উক্ত মোট আয়ের উপর কোন আয়কর দিতে হইবে না। (আ) প্রদেয় আয়কর কোন অবস্থাতেই নিম্নোল্লিখিত সীমারেখা অতিক্রম করিবে না - يا 7صير তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে মোট আয়ের মধ্যে এই তফসিলের গ অনুচ্ছেদ প্রযোজ্য হয় এইরূপ কোন নিবন্ধিত ফার্মের আয়, মুনাফা বা লাভ অন্তর্ভুক্ত থাকে সেইক্ষেত্রে এই অনুচ্ছেদ অনুযায়ী প্রদেয় আয়করের সংগে গ অনুচ্ছেদ অনুসারে নিবন্ধিত ফার্ম হইতে প্রাপ্য নির্দিষ্ট অংকের জন্য প্রদেয় আনুপাতিক আয়কর যোগ করা হইবে এবং যোগ করার পর ঐ করের অংকের পরিমাণ যদি নিবন্ধিত ফার্মের অংশীদারের মোট আয়ের শকতরা ৫০ ভাগের বেশী হয়, তাহা হইলে এই অনুচ্ছেদ অনুযায়ী তাহার প্রদেয় আয়কর মোট আয়ের শতকরা ৫০ ভাগের বেশী হইবে না: So আরও শর্ত থাকে যে, কোম্পানী ব্যতিরেকে, বাংলাদেশে নিবাসী এমন কোন ব্যক্তি বাংলাদেশের বাহিরে উদ্ভূত কোন আয় যদি সরকারী মাধ্যমে (Official channel) বাংলাদেশে আনয়ন করেন তাহা হইলে তাহার ঐ আয়ের উপর শতকরা ৩০ ভাগ হারে অথবা ং উক্ত আয়সহ তাহার মোট আয়ের উপর প্রযোজ্য হার- এই দুইটি Q প্রদান করিবেন : o আরও শর্ত থাকে যে, কোন করদাতা যদি স্বল্প উন্নত এলাকা (Less so - Developed Areas) «ES FIFTEN GERÐ AFTRERT (Least & Developed Areas) অবস্থিত কোন ক্ষুদ্র বা কুটির শিল্পের Q মালিক হন এবং উক্ত কুটির শিল্পে দ্রব্যাদি উৎপাদনে নিয়োজিত থাকেন, তাহা হইলে তিনি নিম্নবর্ণিত প্রণালীতে নির্দিষ্ট হারে